প্রতিবেদন : দু’ম্যাচ হাতে রেখেই লিগ-শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান (mohun bagan)। এই নিয়ে টানা দ্বিতীয়বার ভারতসেরা হল সবুজ-মেরুন। ওড়িশার বিরুদ্ধে জয়ের পর মাঠেই বাঁধনছাড়া উল্লাসে মেতে উঠেছিলেন বাগানের ফুটবলাররা। সেই উৎসবের রেশ গড়াল রবিবার মাঝরাত পর্যন্ত।
যুবভারতী থেকে হোটেলে ফেরার সময় টিমবাসে ক্লাবের থিম সং বাজিয়ে সারাক্ষণ নেচে গেলেন ফুটবলাররা। চ্যাম্পিয়নদের জন্য কেক তৈরি করেছিলেন হোটেলের কর্মীরা। সেই কেক কাটলেন অধিনায়ক শুভাশিস বসু ও কোচ জোসে মোলিনা। কেক কাটার পর খোলা হল শ্যাম্পেনও। মোলিনা নিজের ঘরে ফিরে গেলেও, ফুটবলাররা মাঝরাত পর্যন্ত সেলিব্রেট করলেন টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার মুহূর্ত। আর এই সেলিব্রেশনে যোগ দিলেন ফুটবলারদের পরিবারের সদস্যরাও। তবে এই উৎসব কখনও মাত্রা ছাড়ায়নি।
শনিবার মুম্বই এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। মোলিনা দুটো দিন ছুটি দিয়েছেন। বুধবার থেকে মুম্বই ম্যাচের প্রস্তুতি শুরু করবে মোহনবাগান (mohun bagan)। এদিকে, ওড়িশা ম্যাচে জয়ের নায়ক দিমিত্রি পেত্রাতোস আবার লিগ-শিল্ড জিতেই থেমে থাকতে রাজি নন। সবুজ-মেরুনের অস্ট্রেলীয় স্ট্রাইকারের পাখির চোখ এবার আইএসএল কাপ জয়। তিনি বলছেন, ‘‘এখানেই থেমে থাকলে চলবে না। আমাদের লক্ষ্য এবার আইএসএল কাপ জেতা। গতবার অল্পের জন্য এই ট্রফিটা আমাদের হাতছাড়া হয়েছিল। এবার সেটা জিতে দ্বিমুকুটের স্বাদ পেতে চাই। তবে লিগের এখনও দুটো ম্যাচ বাকি। তারপর নকআউট রয়েছে। আপাতত লক্ষ্য এই ম্যাচগুলো জেতা।’’
আরও পড়ুন-আরও ভাল বল করতে পারি, হুঙ্কার কুলদীপের
চলতি মরশুমটা খুব একটা ভাল কাটছিল না পেত্রাতোসের। গত দু’মাস কোনও গোল পাননি। প্রথম দলে জায়গাও হারিয়েছিলেন। যদিও ওড়িশা ম্যাচে ৭৮ মিনিটে পরিবর্ত ফুটবলার হিসাবে মাঠে নেমে, সংযুক্ত সময়ে গোল করে দলকে চ্যাম্পিয়ন করেন। পেত্রাতোস বলছেন, ‘‘মাঠে নামার সময় গোল করার কথা ভাবিনি। তবে একটা জিনিস মাথায় ছিল, এক মিনিট সময় পেলেও সেটা কাজে লাগাতে হবে।’’ কোচ মোলিনা আবার জানাচ্ছেন, ‘‘দ্বিতীয়ার্ধে আমাদের গোল করতেই হত। তাই দিমিকে (পেত্রাতোস) মাঠে নামিয়ে দিয়েছিলাম। কেন জানি না, মনে হয়েছিল দিমি গোল করলেও করতে পারে।’’
এদিকে, মোহনবাগান ফুটবল টিমের চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা আবার ক্লাবস্তরের সাফল্যেই থেমে যেতে নারাজ। তাঁর চোখ এবার আন্তর্জাতিক মঞ্চে সাফল্য। লিগ-শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আগামী মরশুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু খেলবে মোহনবাগান। গোয়েঙ্কার বক্তব্য, ‘‘টানা দ্বিতীয়বার ক্লাবস্তরে ভারতসেরা হয়েছি। এবার লক্ষ্য আন্তর্জাতিক স্তরে সাফল্য পাওয়া।’’