সুপ্রিম কোর্টের (Supreme court) বিচারপতি পদে সোমবার শপথ নিলেন বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত। তাঁকে শপথবাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়। সোমবার সুপ্রিম কোর্টের একনম্বর ঘরে সকাল সাড়ে দশটায় শুরু হয় শপথগ্রহণ অনুষ্ঠান। দীর্ঘদিন পর শীর্ষ আদালতে একজন বাঙালি বিচারপতি আসীন হলেন।
আরও পড়ুন-ত্রিপুরায় কর্মচ্যুত শিক্ষকদের পেটাচ্ছে বিজেপি, সরব তৃণমূল
দীপঙ্কর দত্ত দায়িত্ব নেওয়ায় সর্বোচ্চ আদালতে বিচারপতির সংখ্যা হল ২৮। এখনও আরও সাতটি আসন শূন্য রয়েছে। বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্তকে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে নিয়োগের সুপারিশ করে কলেজিয়াম। নাম যায় কেন্দ্রীয় আইন মন্ত্রকের কাছে। দীর্ঘ টালবাহানার পর রবিবার কলেজিয়ামের সুপারিশে সিলমোহর দেয় কেন্দ্র।