প্রতিবেদন : আসন্ন কলকাতা লিগে কিবু ভিকুনা যে ডায়মন্ড হারবার এফসিকে কোচিং করাবেন না, সেই খবর আগেই হয়েছিল। এবার জানা গেল, ঘরোয়া লিগে কিবুর ভূমিকা হবে টেকনিক্যাল ডিরেক্টরের। তাঁর পরিকল্পনা মেনেই কোচিং করাবেন দীপাঙ্কুর শর্মা। সঙ্গে থাকবেন দেবরাজ চট্টোপাধ্যায়। আই লিগে আবার কোচিং করাবেন কিবুই। তাঁর সহকারীর ভূমিকা পালন করবেন দীপাঙ্কুর ও দেবরাজ। এঁদের মধ্যে দেবরাজ আগে থেকেই দলের সঙ্গে যুক্ত। অন্যদিকে, ‘এ’ লাইসেন্স পাশ করা দীপাঙ্কুরের সঙ্গে সদ্য চুক্তি করেছে ডায়মন্ড হারবার। গত মরশুমে দীপাঙ্কুর ছিলেন আই লিগ দ্বিতীয় ডিভিশনের দল চানমারি এফসিতে।
দ্বিতীয় ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে আই লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে ডায়মন্ড হারবার এফসি। এবার লক্ষ্য আই লিগে ভাল ফল করে আইএসএলে খেলা। তাই কলকাতা লিগে এবার ডেভেলপমেন্ট দল খেলানো হবে। প্রয়োজনে সিনিয়র দলের কয়েকজনকে ঘরোয়া লিগে যোগ করা হতে পারে বলে জানাচ্ছেন ডায়মন্ড হারবার এফসির সহ-সভাপতি আকাশ বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-সৌরভের হস্তক্ষেপে খেলা শুরু ইডেনে
তাঁর বক্তব্য, ‘‘সিনিয়র দলে আমরা নতুন ফুটবলারদের তুলে আনতে চাই। তাই জুনিয়র ফুটবলারদের আরও বেশি ম্যাচ খেলার সুযোগ দিতেই এই সিদ্ধান্ত। ঘরোয়া লিগে ভাল পারফর্ম করে জুনিয়ররা সিনিয়র দলে উঠে আসুক।’’ আকাশ আরও জানিয়েছেন, ‘‘আই লিগে কিবুই কোচিং করাবেন। ঘরোয়া লিগে কোচিং করাবেন দীপাঙ্কুর। তবে পুরোটাই হবে কিবুর পরামর্শ মেনে।’’ পাশাপাশি আই লিগের জন্য শক্তিশালী দল গঠনেও নেমে পড়েছে ডায়মন্ড হারবার এফসি। আইএসএল ও আই লিগের বেশ কয়েকজন ফুটবলারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছেন ক্লাব কর্তারা।