প্রয়াত কিংবদন্তি পরিচালক কুমার সাহানি (Kumar Sahani)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। ভারতের আর্ট হাউস ছবির পথিকৃৎ বলা হত তাঁকে। ‘মায়া দর্পন’, ‘তরঙ্গ’-এর মতো বেশ কিছু ছবির পরিচালক ছিলেন তিনি। একসময়ে ঋত্বিক ঘটকের প্রিয় ছাত্র ছিলেন তিনি। সূত্রের খবর, শনিবার রাতে কলকাতাতে মৃত্যু হয় কুমার সাহানির।
আরও পড়ুন-ফের বড় মার্জিনে জয় ডোনাল্ড ট্রাম্পের
এদিন তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নিজের সোশ্যাল হ্যান্ডেলে তিনি লেখেন, ‘কলকাতার প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক কুমার সাহানির মৃত্যুতে আমি শোকাহত। সাহানি একজন প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ছিলেন, যিনি কর্মজীবনে ভারতীয় সিনেমায় নিজের গুরুত্বপূর্ণ উপস্থিতি প্রমাণ করেছিলেন। এটা সত্যিই ভারতীয় চলচ্চিত্র শিল্পের জন্য একটি বড় ক্ষতি। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও অনুগামীদের প্রতি আমার সমবেদনা রইল।’
Sad to know of the demise of the renowned filmmaker Kumar Shahani at Kolkata.
Shahani was a noted and powerful film director, who had a strong presence in the Indian parallel cinema. It is indeed a big loss for Indian film industry.
My condolences to his family, friends and…
— Mamata Banerjee (@MamataOfficial) February 25, 2024