প্রতিবেদন : নীতীশ-রাজত্বে ডবল ইঞ্জিন বিহারে ধুলোয় মিশেছে আইনশৃঙ্খলা। দুষ্কৃতী দৌরাত্ম্যে প্রশ্নের মুখে নীতীশ সরকারের পুলিশি দক্ষতা! এবার ভরদুপুরে বিহারের রাজধানী খাস পাটনার হাসপাতালে ঢুকে ডিরেক্টরকে গুলিতে ঝাঁঝরা করে দিল বন্দুকবাজরা। রক্তে ভেসে হাসপাতালের মধ্যে প্রাণ হারালেন হাসপাতালেরই ডিরেক্টর। কিন্তু গ্রেফতার তো দূরঅস্ত, ২৪ ঘণ্টা কেটে গেলেও বিহার পুলিশের কাছে এখনও সেই দুষ্কৃতীদের সম্পর্কে কোনও তথ্যই নেই।
আরও পড়ুন-বিহারে ৩০০ লিটারেরও বেশি মদ বাজেয়াপ্ত
শনিবার শনিবার দুপুরে পাটনার ধাঙ্কি মোড় এলাকার একটি বেসরকারি হাসপাতালে হঠাৎই গুলির শব্দ শোনা যায়। হাসপাতালের কর্মী ও নিরাপত্তারক্ষীরা শব্দের উৎস অনুসরণ করে পৌঁছন ডিরেক্টর সৌরভী রাজের ঘরে। সেখানে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। শরীরে অন্তত পাঁচটি গুলি খেয়ে রক্তে ভেসে যাচ্ছিলেন ডিরেক্টর। দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে হাসপাতালের আইসিইউতে নিয়ে যাওয়া হয়। পরে পাটনা এইমসে স্থানান্তরিত করা হয়। কিন্তু সেখানেই তাঁর মৃত্যু হয়। এরপরই ঘটনার তদন্ত শুরু করেছে পাটনার অগমকোন থানার পুলিশ।
বিহারে বিজেপির হাত ধরে নীতীশের নেতৃত্বে ডবল ইঞ্জিন রাজত্ব শুরু হতেই আবার নতুন করে শুরু হয়েছে ভয়ডরহীন দুষ্কৃতীরাজ। নিত্যদিনই চলছে গোলাগুলি। সম্প্রতি দুটি ভিন্ন ঘটনায় দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে দুই পুলিশকর্মীরও। এবার বন্দুকবাজদের শিকার হাসপাতালের ডিরেক্টরও। ফের প্রশ্নের মুখে নীতীশ সরকারের আইনশৃঙ্খলা।