বিনোদন

টেকনিশিয়ানদের সম্মান দেয় না পরিচালকরা : স্বরূপ, ডাহা ফ্লপ পরিচালকদের কর্মবিরতি

প্রতিবেদন : টেকনিশিয়ানদের কোনও সম্মান দেয় না পরিচালকদের গিল্ড। শুক্রবার থেকে ডাকা কর্মবিরতি নিয়ে এই ভাষাতেই পরিচালকদের তোপ দাগলেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। রীতিমতো তথ্য তুলে ধরে তিনি জানিয়ে দিলেন পরিচালকদের ডাকা কর্মবিরতির কোনও প্রভাব পড়েনি টলিপাড়ায়। দু’একটি ক্ষেত্রে বাদ দিলে প্রায় সব কাজই চলছে নিয়ম মেনে। এই আবহে এদিন সন্ধেয় পরিচালক ও ফেডারেশনের সঙ্গে আলোচনায় বসছেন মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন। সেখানেই সমাধান সূত্র মিলবে বলে আশায় টলিউড। বৃহস্পতিবার রাতে প্রায় একতরফাভাবে শুক্রবার সকাল থেকে কর্মবিরতির ডাক দিয়েছিলেন পরিচালকরা। এরপরই এদিন সকালে পরিচালকদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস (Swarup Biswas)। বলেন, ফেডারেশনের সঙ্গে কোনও রকম আলোচনা না করেই কর্মবিরতির ডাক দিয়েছেন পরিচালকেরা। কর্মবিরতি হলে ছবি ও ধারাবাহিকের কাজ ব্যাহত হয়। কিন্তু পরিচালকদের ডাকে কোনও প্রভাবই পড়েনি টলিপাড়ায়। তিনি বলেন, শুক্রবার সকালে অধিকাংশ ধারাবাহিকের নিয়মমাফিক শ্যুটিং শুরু হয়েছে। বেশ কিছু ছবির শ্যুটিংও চলছে। ফলে পরিচালকদের ডাকা কর্মবিরতি যে ডাহা ফ্লপ তা পরিষ্কার। পরিচালকদের নিয়ে তিনি বলেন, ওরা আমাদের কাজের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলছেন। কিন্তু তাঁদেরও নিজেদের কাজের এক্তিয়ার বোঝা উচিত। ২৮টি গিল্ডকে নিয়েই ফেডারেশন। এর মধ্যে একটি ডিরেক্টর্স গিল্ড। আমরা যে কোনও সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানে প্রস্তুত। কিন্তু আমাদের কিছু না জানিয়েই একতরফা কর্মবিরতির ঘোষণা করা হল। আমরা সব সময়ই কর্মবিরতির বিপক্ষে। এর আগে গত বছর মুখ্যমন্ত্রীর নির্দেশেই কর্মবিরতি উঠেছিল। সরকারি তরফে সারা বছর শিল্পীরা অনেক ধরনের সুবিধা পান। ফেডারেশন লেবার অ্যাক্ট খুব ভাল করে জানে। কলাকুশলীদের কীভাবে সুরক্ষা দিতে হয় তাও জানে। আগে ১৮-১৯ ঘন্টা কাজ হত। ফেডারেশন লড়াই করে সেটা ১৪ ঘন্টা করেছে। ফেডারেশনে ৮ হাজারের বেশি সদস্য আছে। যাঁরা ফেডারেশনকে চ্যালেঞ্জ করছেন তাঁরা ৮ হাজার প্রতিনিধিকে চ্যালেঞ্জ করছেন।

আরও পড়ুন- রাজ্যের নিয়োগের হলফনামা, জোর সওয়াল এজির, সিপিএমের বিকাশের বাধায় ফের আটকে গেল চাকরি

Jago Bangla

Recent Posts

জানুয়ারিতেই দ্বিতীয় দফায় ইন্টারভিউ, বিজ্ঞপ্তি পর্ষদের

প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…

4 minutes ago

‘অনুমোদন’ পোর্টালের জাতীয় স্বীকৃতি, ডিজিটাল পরিকাঠামোয় পুরস্কৃত রাজ্য সরকার

রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…

24 minutes ago

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

2 hours ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

4 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

7 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

8 hours ago