ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে মানসিক প্রতিবন্ধী মহিলাকে জেলের ভিতরেই গণধর্ষণ

শুক্রবার অসমের (Assam) শ্রীভূমি জেলায় জেলের ভেতরে জোর করে টেনে নিয়ে গিয়ে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল দুই কারারক্ষীর বিরুদ্ধে

Must read

ফের গেরুয়া রাজ্যে সঙ্কটে নারী সুরক্ষা। এবার ছাড় পেলেন না অসহায় ফুটপাতবাসী মানসিক প্রতিবন্ধী মহিলাও। শুক্রবার অসমের (Assam) শ্রীভূমি জেলায় জেলের ভেতরে জোর করে টেনে নিয়ে গিয়ে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠল দুই কারারক্ষীর বিরুদ্ধে। অভিযুক্ত দুই কারারক্ষীকে যদিও গ্রেফতার করেছে পুলিশ। সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে অসমের শ্রীভূমি জেলার করিমগঞ্জ এলাকায় রাত প্রায় দেড়টা নাগাদ ফুটপাতবাসী এক মানসিক প্রতিবন্ধী মহিলাকে জেলেরই দুই রক্ষী জেলা কারাগারে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ করেন। সে সময় পুলিশের একটি দল এলাকায় টহল দিচ্ছিল। জানা গিয়েছে, তাঁরাই দুই কারারক্ষীকে ধরে ফেলেন।

আরও পড়ুন-দুর্গাপুজোয় কলকাতায় আসুন: টোকিওতে প্রবাসীদের আমন্ত্রণ জানালেন অভিষেক

অভিযুক্তদের নাম হরেশ্বর কলিতা এবং গজেন্দ্র কলিতা, তাদের বয়স ৪৫ থেকে ৫০ বছরের মধ্যে। ধৃত দু’জন গুয়াহাটির পাঞ্জাবাড়ি এবং বোরাগাঁও এলাকার বাসিন্দা। শ্রীভূমির অতিরিক্ত পুলিশ সুপার জানান এই ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে মানসিক ভাবে প্রতিবন্ধী ওই নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সব থেকে ঘৃণ্য ও নিন্দনীয় বিষয় হল তিনি রাস্তায় একা ছিলেন। সুযোগ বুঝে তাঁকে জোর করে জেলের ভিতর টেনে নিয়ে গিয়েছিলেন অভিযুক্তেরা। দুই ধৃতকে আদালতে হাজির করিয়ে হেফাজতে নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর। নির্যাতিতার শারীরিক পরীক্ষা করানো হয়েছে। তাঁর বয়ানও নেওয়া হবে। তবে যেহেতু তিনি মানসিক ভারসাম্যহীন তাই পরিস্থিতি কতটা ঠিক থাকবে সেটাও সংশয়ের বিষয়।

আরও পড়ুন-প্রয়াত অভিনেতা মুকুল দেব, শোকস্তব্ধ বলিউড

এদিনের এই ঘটনায় ফের একবার প্রশ্নের মুখে অসমের নারী সুরক্ষা। যে বিজেপি সরকার বেটি বাঁচাও বেটি পড়াও’, কন্যাসন্তানের শিক্ষা ও সুরক্ষার কথা বলে বেড়ায় তাদের সরকারকেই বার বার ন্যক্কারজনক ঘটনার মুখোমুখি হতে হচ্ছে। সরকারের অধীনে থাকা জেল বা জেলের কোয়ার্টারের মধ্যে এমন ঘটনা কল্পনাতীত বলেই মনে করছে রাজনৈতিক মহল থেকে শুরু করে সকলেই।

Latest article