মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত। দুর্যোগের কথা মাথায় রেখে পুজোর ছুটি এগিয়ে আনার ঘোষণা মুখ্যমন্ত্রীর। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata banerjee) বলেন, “এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে আজ থেকেই রাজ্য সরকারি স্কুলগুলিতে পুজোর ছুটি ঘোষণা করে দেওয়ার কথা বলব। মুখ্যসচিবকে আমি বলে দিয়েছি, আশা রাখি শিক্ষামন্ত্রীও আমার কথা শুনছেন।” পাশাপাশি বেসরকারি স্কুলগুলিকেও তিনি একই অনুরোধ করেন।
আরও পড়ুন-জোরকদমে কাজ করছে পুরসভা, সাবধানে থাকার বার্তা ফিরহাদের
রাতভর অতিভারী বৃষ্টির জেরে জলমগ্ন তিলোত্তমা (Water Logged Kolkata)।অত্যন্ত তৎপরতার সঙ্গে কাজ করছে কলকাতা পুরসভা (KMC)। কিন্তু গঙ্গার জলস্তর বৃদ্ধি এবং জোয়ারের কারণে জল দ্রুত নামানো সম্ভব হচ্ছে না। উত্তর থেকে দক্ষিণ মহানগরীর সর্বত্র জল যন্ত্রণা স্পষ্ট। পরিস্থিতির দিকে নজর রাখছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আজকের দিনে সরকারি কর্মচারীরা অফিসে আসতে না পারলে তাঁদের ছুটি কাটা যাবে না। বেসরকারি সংস্থাগুলিকেও বলব কর্মচারীদের জন্য আজ ও আগামিকাল ওয়ার্ক ফ্রম হোম করানোর ব্যবস্থা করতে। এ বিষয়টা প্রত্যেককেই একটু মানবিকতার সঙ্গে দেখতে হবে। জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত ব্যক্তি ছাড়া বাকিদের আজ বাড়ি থেকে না বেরোনোর পরামর্শও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata banerjee)।