প্রতিবেদন : কালীপুজো দেওয়ালি এবং ভাইফোঁটা নির্বিঘ্নে কাটলেও জগদ্ধাত্রী পুজোতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আগামী সপ্তাহের মাঝামাঝি থেকেই ভারী বৃষ্টির সতর্কতা। মূলত, দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে।
আরও পড়ুন-এসএসকেএম-কাণ্ডে রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের
শনিবার সুস্পষ্ট তা নিম্নচাপ এবং রবিবার গভীর নিম্নচাপে পরিণত হবে। এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। যদি ঘূর্ণিঝড় আসে তবে তার নাম হবে মন্থা। থাইল্যান্ডের দেওয়া এই নামের অর্থ ‘সুগন্ধি ফুল’ বা ‘অলংকৃত ফুল’। যদিও এই ঘূর্ণিঝড়ের প্রত্যক্ষ প্রভাব পড়বে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের উপকূলের উপর। অভিমুখের একান্তই পরিবর্তন না হলে বাংলায় তেমন কোনও প্রভাবই পড়বে না। তবে ঘূর্ণাবর্তের জেরে যে বৃষ্টিপাত শুরু হবে তার জন্য মঙ্গলবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে, পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে সপ্তাহশেষে বৃষ্টি হবে উত্তরবঙ্গে। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার— এই পাঁচ জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। তবে সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে। পশ্চিমি ঝঞ্ঝা সরলেই শুষ্ক আবহাওয়া। দক্ষিণবঙ্গে উপকূলের কাছাকাছি এলাকায় আবহাওয়ার পরিবর্তন। ছট পুজোর দিন বৃষ্টির পরিমাণ বাড়বে।

