দুর্বল মন্থা, চলবে দুর্যোগ

Must read

প্রতিবেদন : মন্থার (montha) অবশিষ্টাংশ এখন সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। তবে ধীরে ধীরে এই নিম্নচাপ আরও শক্তি হারাবে। কিন্তু এর জেরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি-ভারী বৃষ্টির সতর্কতা। একইসঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ৩০-৪০ কিমি বেগে হাওয়া বইবে। বিগত কয়েক দিনের বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা নেমে গিয়েছে। দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা। পার্বত্য এলাকায় ধসের আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় দৃশ্যমানতা কমতে পারে। শনিবার থেকে উত্তরবঙ্গের বেশিরভাগ জায়গায় বৃষ্টি কমে যাবে। রবিবার থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। শুধু আলিপুরদুয়ার ও কোচবিহারে শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা বজায় রয়েছে। তবে এবারে বৃষ্টি থামলেও, এখনও তেমন ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই। পাকাপাকিভাবে শীত নামতে আরও কিছুটা দেরি হবে।

আরও পড়ুন- রাজাবাজারে পচা-গলা দেহ মিলল ম্যানহোলে

Latest article