শৃঙ্খলারক্ষা নির্দেশিকা পুরুলিয়া তৃণমূলে

যা দেখে খুশি দলের সাধারণ কর্মীরা। জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া স্বাক্ষরিত ওই নির্দেশিকায় গুরুত্ব দেওয়া হয়েছে কর্মীদের ঐক্যবদ্ধ মতামতকে।

Must read

সংবাদদাতা, পুরুলিয়া : ‘শৃঙ্খলাবদ্ধ দলে কোনও একক সিদ্ধান্ত চলবে না। দলীয় নির্দেশ মেনে চলতে হবে সকলকে।’ মঙ্গলবার পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্বের পক্ষে এমন একটি নির্দেশিকা জারি করা হল। দলের হোয়াটস অ্যাপ গ্রুপগুলিতে পোস্ট করা হয়েছে সেই নির্দেশিকা। যা দেখে খুশি দলের সাধারণ কর্মীরা। জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া স্বাক্ষরিত ওই নির্দেশিকায় গুরুত্ব দেওয়া হয়েছে কর্মীদের ঐক্যবদ্ধ মতামতকে।

আরও পড়ুন-লাদাখের তিন অনামী শিখর জয় বাঁকুড়ার ৭ অভিযাত্রীর

সৌমেন বলেন, ‘‘পুরুলিয়ায় দলে কোনও সমস্যা নেই। তবু সকলকে শুধু নিজেদের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেওয়া হল। রাজ্যে বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনার জেরে অনেকে গুজব ছড়াচ্ছেন। বিভ্রান্ত করার চেষ্টা করছেন তৃণমূল কর্মীদের।’’ তিনি আরও বলেন, ‘‘বিজেপি পিএম কেয়ার তহবিল নিয়ে লুকোছাপা করছে। সেখানে বিশাল দুর্নীতি লুকিয়ে আছে। বাংলায় একাধিক বিজেপি নেতাকে হাত পেতে ঘুষ নিতে দেখা গিয়েছে। সেসব নিয়ে কোনও উচ্চবাচ্য নেই ওদের। তৃণমূল দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা দল। তাই সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’’


জেলা পরিষদের সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এমন নির্দেশিকা দল দিতেই পারে। আমাদের দলে প্রকাশ্যে কেউ মুখ খুলতে পারেন না। সেটা শুধু মনে করিয়ে দেওয়া হয়েছে।’’ নির্দেশিকাকে স্বাগত জানিয়েছেন প্রাক্তন মন্ত্রী, বর্ষীয়ান তৃণমূল নেতা শান্তিরাম মাহাতোও। বলেন, ব্যক্তি কখনই দলের ঊর্ধ্বে নয়। এখানে সেই বার্তাই দেওয়া হয়েছে।

Latest article