দক্ষিণে জারি অস্বস্তি, উত্তরে চলছে বৃষ্টি

মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে চরম অস্বস্তি। এরপর আগামী তিন দিন শুষ্ক আবহাওয়া দক্ষিণের জেলায়। উত্তরের একাধিক জেলায় ভারী থেকে অতি-ভারী বৃষ্টি।

Must read

প্রতিবেদন : মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে চরম অস্বস্তি। এরপর আগামী তিন দিন শুষ্ক আবহাওয়া দক্ষিণের জেলায়। উত্তরের একাধিক জেলায় ভারী থেকে অতি-ভারী বৃষ্টি।
পশ্চিমের চার জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা। বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি। তবে বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি হাওয়া অফিসের। মৌসম ভবন জানাচ্ছে, সপ্তাহের শেষে উত্তর থেকে দক্ষিণে মৌসুমি বায়ু আসার সম্ভাবনা। দক্ষিণ-পশ্চিম মৌসুমি অক্ষরেখা আহমেদ নগর, নিজামাবাদ, সুকমা, মালকানগিরি, বিজয়নগরম পর্যন্ত বিস্তৃত। অক্ষরেখার অন্য অংশ ইসলামপুরেই থমকে আছে।

আরও পড়ুন-হিমঘরের ইলিশেই এবার হবে জামাই-বরণ, সমুদ্রে চলেছে মাছধরায় নিষেধাজ্ঞা

মধ্য আরব সাগরের বেশিরভাগ অংশেই ঢুকে পড়বে মৌসুমি বায়ু। আগামী ২৪ ঘণ্টায় মহারাষ্ট্র মুম্বইয়ের বাকি অংশ এবং তেলেঙ্গানায় সমগ্র অংশেই মৌসুমি বায়ুর প্রবেশ ঘটবে। আগামী দু-দিনে এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। সকাল থেকে ঘাম-প্যাচপেচে গরম থাকবে। বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা থাকবে বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলাতে। এরপর আবহাওয়ার পরিবর্তন। বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গে ভারী থেকে অতি-ভারী বৃষ্টির পূর্বাভাস। উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে ভারী বৃষ্টি সঙ্গে দমকা বাতাসের পূর্বাভাস।

Latest article