প্রতিবেদন: দক্ষিণে দেরিতে ঢুকেছে বর্ষা। তবে বর্ষার প্রবেশ হলেও এখনই ভারী বৃষ্টি নয় কলকাতা ও সংলগ্ন এলাকায়। তবে বুধবার থেকে বৃষ্টির দাপট বাড়বে শহর ও শহরতলিতে। সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আকাশ মূলত মেঘলা, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। আগামী রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে।
আরও পড়ুন-রাজ্যে সেরা বালুরঘাট জেলা হাসপাতাল, কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রকের শিরোপা
দমকা ঝোড়ো হাওয়া এবং বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কাও থাকবে। শুক্রবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টি হবে। ওই চারটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হবে উত্তরের উপরের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বৃহস্পতিবার থেকে ফের প্রবল বৃষ্টির পূর্বাভাস। ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার আশঙ্কা। জারি সতর্কতা।