দুপুরে মুখ্যমন্ত্রী, মানুষের স্বার্থে আলোচনা দরকার

Must read

প্রতিবেদন : এটাই শেষ চেষ্টা। বাংলার মানুষের স্বার্থে সমস্যা সমাধানের জন্য ফের একবার আলোচনার পথকেই বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata banerjee)। সোমবার ফের মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডাকেন মুখ্যসচিব মনোজ পন্থ। বিকেল ৫টায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata banerjee) কালীঘাটের বাড়িতে বৈঠক। তার আগে সংবাদমাধ্যমে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, বাংলার স্বার্থে, বাংলার মানুষের স্বার্থে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা হবে। তাঁর কথায়, দু-তরফের সদর্থক মনোভাব থাকলে সমস্যা মিটতে পারে। মঙ্গলবার, সুপ্রিম কোর্টে আরজি কর-মামলার শুনানি। তার আগে আরও একবার বৈঠক করে সমস্যা সমাধানের চেষ্টা করতে চান তিনি।

আরও পড়ুন- এখনই কাজে ফিরুন ডাক্তাররা, বিরাট মিছিল সেই সল্টলেকেই

মুখ্যমন্ত্রী যেমন চান তিলোত্তমা দ্রুত বিচার পাক, তেমনই চান জুনিয়র ডাক্তাররা নিরাপদে কাজ করুন। সেজন্য আলোচনাই সমস্যা সমাধানের সর্বশ্রেষ্ঠ পথ। সেজন্যই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের এদিন রাজ্য সরকার ফের বৈঠকে ডেকেছে। এই নিয়ে পঞ্চমবার রাজ্য সরকারের তরফে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বৈঠকে ডাকা হল। মঙ্গলবারই সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি। রাজ্য সরকারের তরফে বৈঠকে বসার জন্য এটাই শেষ চেষ্টা বলেও চিঠিতে জানিয়েছেন মুখ্যসচিব।
মুখ্যমন্ত্রী জানান, নবি দিবসে সরকারি ছুটি থাকার কারণে প্রশাসনিক ভবনে বৈঠক হওয়া সম্ভব নয়। সেই কারণেই সোমবার, বিকেল ৫টায় তাঁর কালীঘাটের বাড়িতেই বৈঠক ডাকা হয়েছে। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি সেই বাড়িতে থাকেন, সেটা তাঁর সরকারি দফতর। মুখ্যমন্ত্রীর কথায়, অনেকেই চাইছেন না এই সমস্যার সুষ্ঠু সমাধান হোক। তাঁদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বার্তা, বাংলার মানুষের স্বার্থে আলোচনা হতে দিন। সমস্যার সমাধানের ইচ্ছে নিয়ে যদি দু-পক্ষ বৈঠকে বসে, তাহলে সদর্থক উত্তর মিলতে পারে। আলোচনার মাধ্যমেই সমাধান হবে।

Latest article