প্রতিবেদন : প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ কীভাবে করতে হয়, তা হাতে-কলমে শিখিয়ে দিতে মোদি সরকারের জুড়ি মেলা ভার৷ এই সত্য আরও একবার সামনে উঠে এসেছে সংসদের চলতি বাজেট অধিবেশনে৷ ভুয়ো ভোটার কার্ড ইস্যুতে সংসদীয় কক্ষে আলোচনার প্রতিশ্রুতি দিয়েও এই প্রতিশ্রুতি রক্ষা করেননি রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড় নিজেই৷ শুধু তা-ই নয়, তৃণমূল কংগ্রেস-সহ বিরোধী শিবিরের সাংসদেরা ডুপ্লিকেট এপিক ইস্যুতে আলোচনার দাবি তুলে যেসব নোটিশ জমা দিয়েছিলেন রাজ্যসভায় (Rajya Sabha),
সেই নোটিশও মঙ্গলবার খারিজ করে দেন রাজ্যসভার চেয়ারম্যান৷ এর প্রতিবাদে পয়েন্ট অফ অর্ডার তুলে মঙ্গলবার রাজ্যসভায় প্রতিবাদে সোচ্চার হন তৃণমূল সাংসদ দোলা সেন৷ এর পরেও নিজের অবস্থানে অনড় থাকেন চেয়ারম্যান ধনকড়৷ এর প্রতিবাদে মঙ্গলবার রাজ্যসভা (Rajya Sabha) থেকে ওয়াক-আউট করেন তৃণমূল সাংসদেরা৷ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল সাংসদ দোলা সেন বলেন, সংসদ চলছে প্রায় এক মাস হয়ে গেল৷ এই সময়ের মধ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলির সাংসদেরা বারবার নোটিশ পেশ করে এপিক নিয়ে আলোচনার দাবি করেছেন৷ আমাদের দলনেতা ডেরেক ও’ব্রায়ান নিজে রাজ্যসভা কক্ষে দাঁড়িয়ে সংসদীয় কক্ষে এপিক ইস্যুতে আলোচনার দাবি করেন৷ এর পরেও শাসক শিবির নীরব৷ এমনকী গত শুক্রবার বিরোধীরা যে নোটিশ দিয়েছিলেন সেগুলির রুলিং পর্যন্ত দেওয়া হয়নি৷ আমরা রুলিংয়ের দাবি তুলেছি৷ সংসদে এপিক ইস্যুতে আলোচনার জন্য সোচ্চার হয়েছি৷ চেয়ারম্যান আমাদের দাবি না মানায় আমরা রাজ্যসভা থেকে ওয়াক আউট করেছি৷ এদিন রাজ্যসভায় ভুয়ো ভোটার ইস্যুতে আলোচনার জন্য নোটিশ জমা দেন সংসদ ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, নাদিমুল হক, সুস্মিতা দেব এবং সাগরিকা ঘোষ। নোটিশ মঙ্গলবার খারিজ করে দেন রাজ্যসভার চেয়ারম্যান৷ এর প্রতিবাদে পয়েন্ট অফ অর্ডার তুলে মঙ্গলবার রাজ্যসভায় প্রতিবাদে সোচ্চার হন তৃণমূল সাংসদ দোলা সেন৷ এর পরেও নিজের অবস্থানে অনড় থাকেন চেয়ারম্যান ধনকড়৷ এর প্রতিবাদে মঙ্গলবার রাজ্যসভা থেকে ওয়াক আউট করেন তৃণমূল সাংসদেরা৷ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দোলা সেন বলেন, সংসদ চলছে প্রায় এক মাস হয়ে গেল৷ এই সময়ের মধ্যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলির সাংসদরা বারবার নোটিশ পেশ করে এপিক নিয়ে আলোচনার দাবি করেছেন৷ আমাদের দলনেতা ডেরেক ও’ব্রায়ান নিজে রাজ্যসভা কক্ষে দাঁড়িয়ে সংসদীয় কক্ষে এপিক ইস্যুতে আলোচনার দাবি করেন৷ এর পরেও শাসক শিবির নীরব৷ এমনকী গত শুক্রবার বিরোধীরা যে নোটিশ দিয়েছিল সেগুলির রুলিং পর্যন্ত দেওয়া হয়নি৷ আমরা রুলিংয়ের দাবি তুলেছি৷ সংসদে এপিক ইস্যুতে আলোচনার জন্য সোচ্চার হয়েছি৷ চেয়ারম্যান আমাদের দাবি না মানায় আমরা রাজ্যসভা কক্ষ থেকে ওয়াক আউট করেছি৷ এদিন রাজ্যসভায় ভুয়ো ভোটার ইস্যুতে আলোচনার জন্য নোটিশ জমা দেন, সংসদ ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, নাদিমুল হক, সুস্মিতা দেব এবং সাগরিকা ঘোষ।
ভুয়ো ভোটার কার্ড নিয়ে আলোচনা বাতিল, রাজ্যসভায় ওয়াকআউট
তৃণমূল সাংসদেরা নোটিশ জমা দিলেও তা খারিজ করে দেন ধনকড়
