বেআব্রু কংগ্রেসের কোন্দল

হাইকমান্ডের তরফে ওই বৈঠকে হাজির ছিলেন মল্লিকার্জুন খাড়গে এবং অজয় মাকেন। কিন্তু ভেতরে ভেতরে গেহলট শুরু করেন অন্য খেলা।

Must read

নয়াদিল্লি : গোষ্ঠীদ্বন্দ্ব আর কংগ্রেস যেন সমার্থক। আর এবার দলের সভাপতি পদপ্রার্থীর বিরুদ্ধেই উঠল শৃঙ্খলাভঙ্গের অভিযোগ। সোনিয়া ও রাহুল গান্ধীর পছন্দের প্রার্থী অশোক গেহলটই ঘুরপথে সর্বোচ্চ নেতৃত্বের উপর প্রবল চাপ তৈরি করলেন। গেহলটের বদলে রাজস্থানে নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনের জন্য রবিবার সন্ধ্যায় জয়পুরে কংগ্রেসের বিধায়কদের বৈঠক ডাকা হয়েছিল।

আরও পড়ুন-সানফ্রান্সিস্কোতে দেবী আসেন তিথি না মেনেই

হাইকমান্ডের তরফে ওই বৈঠকে হাজির ছিলেন মল্লিকার্জুন খাড়গে এবং অজয় মাকেন। কিন্তু ভেতরে ভেতরে গেহলট শুরু করেন অন্য খেলা। গেহলটের অনুগামী ৯০ জন বিধায়ক ওই বৈঠকে না গিয়ে বিধানসভার স্পিকার সি পি যোশীর কাছে পদত্যাগপত্র জমা দেন। গেহলট অনুগামীদের বক্তব্য, তাঁরা শচীন পাইলটকে মুখ্যমন্ত্রী হিসাবে মানবেন না। রাজস্থান কংগ্রেসের অন্যতম পর্যবেক্ষক অজয় মাকেন বলেছেন, যেভাবে পরিষদীয় দলের বৈঠক বানচাল করা হয়েছে তা গুরুতর সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ।

Latest article