যোগীরাজ্যে ন্যক্কারজনক ঘটনা, মর্গে টেনে হিঁচড়ে নেওয়া হচ্ছে মৃতদেহ

ভিডিওতে দেখা যাচ্ছে, মৃতদেহের পায়ে একটি কাপড় বাঁধা রয়েছে। সেই কাপড় ধরে দেহ একপ্রকার টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন দু’জন।

Must read

এই প্রথম নয়, এর আগেও ঝাঁসির (Jhansi) মর্গে অ্যাম্বুল্যান্স (Ambulance) থেকে দেহ ছুড়ে ফেলার ঘটনা প্রকাশ্যে আসে। এবার নয় সেকেন্ডের একটি ভিডিয়ো শোরগোল ফেলে দিয়েছে দেশ জুড়ে। ঝাঁসির মর্গে মৃতদেহের প্রতি নিন্দনীয় আচরণের ঘটনা প্রকাশ্যে এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মৃতদেহের পায়ে একটি কাপড় বাঁধা রয়েছে। সেই কাপড় ধরে দেহ একপ্রকার টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছেন দু’জন। যাঁরা দেহ টেনে নিয়ে যাচ্ছেন, তাঁদের মুখ যদিও দেখা যায়নি ভিডিয়োতে। তাঁরা দু’জন অ্যাম্বুল্যান্সের চালক বলেই মনে করা হচ্ছে। ভিডিয়োতে দেখে ইতিমধ্যেই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন-রক্ষণের ভুলে ডুবল ইস্টবেঙ্গল

উত্তরপ্রদেশের ঝাঁসির একটি মর্গের এই ভিডিয়ো নিমেষের মধ্যেই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি শিউরে ওঠার মত একটি ঘটনা। উত্তরপ্রদেশে নৃশংসতা নতুন নয়, গত বছর সেপ্টেম্বর মাসেই উত্তরপ্রদেশের হাথরাসে কালোজাদুর শিকার হয় দ্বিতীয় শ্রেণীর পড়ুয়া। স্কুলের উন্নতির আশায় নাবালককে বলি দেওয়ার অভিযোগে পুলিশের জালে আসে ৫জন। গত ৩০ অগাস্ট উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলায় এক মহিলা অ্যাম্বুলেন্সে করে অসুস্থ স্বামীকে নিয়ে ঘরে ফেরার সময় অ্যাম্বুল্যান্সের চালক ওই মহিলাকে শ্লীলতাহানি করেন এবং তারপর তাঁর স্বামীর অক্সিজেন সাপোর্ট খুলে নিয়ে তাঁকে বাইরে ছুড়ে ফেলে দেন।

Latest article