খারিজ মামলা আজ শুনানি

আরজি করের আর্থিক অনিয়ম মামলায় সন্দীপদের বিরুদ্ধে চার্জগঠনে আর কোনও বাধা রইল না।

Must read

প্রতিবেদন : আরজি করের (RGKar) আর্থিক অনিয়ম (money laundering) মামলায় সন্দীপদের বিরুদ্ধে চার্জগঠনে আর কোনও বাধা রইল না। বুধবার ফের হাইকোর্টে (Highcourt) খারিজ হয়ে গেল সন্দীপ-সুমনের আবেদন। সিবিআই (CBI) যে ১৫ হাজার পাতার চার্জশিট দিয়েছে, সেই বিরাট চার্জশিট দেখতে সময় লাগছে বলে চার্জ গঠন আরও পিছিয়ে দেওয়ার আবেদন করেছিলেন সন্দীপ ঘোষ ও সুমন হাজরা।

আরও পড়ুন-নাগপুরে আজ প্রথম ম্যাচ, নজর সেই বিরাট-রোহিতেই

এর আগেও সন্দীপের এই আবেদন খারিজ করে দিয়েছিল হাইকোর্ট। এদিনও একঘণ্টার শুনানি শেষে সন্দীপ-সুমনের মামলা খারিজ করে দ্রুত চার্জ ফ্রেমের নির্দেশ দিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। বৃহস্পতিবার আলিপুর আদালতে শুরু হবে চার্জগঠনের শুনানি।

Latest article