নতুন হকার বসালে গ্রেফতার! উচ্ছেদ লক্ষ্য নয়, ‘ডেডলাইন’ দিলেন মুখ্যমন্ত্রী

Must read

হকার উচ্ছেদ লক্ষ্য নয়, তবে কোনও এলাকায় নতুন করে হকার বসালে গ্রেফতার করা হবে। বৃহস্পতিবার নবান্নের বৈঠকে সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ১ মাস সময় দিয়ে মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) জানালেন, এখনই হকার উচ্ছেদ হবে না। তাঁর হুঁশিয়ারি, কোনও এলাকায় নতুন করে হকার বসালে সে নেতা বা পুলিশ যে কেউই হোক না কেন তাঁকে গ্রেফতার করা হবে।

মুখ্যমন্ত্রীর কোথায়, “হকার ভাই-বোনেরা আমাকে সাহায্য করুন। হাতিবাগান গড়িয়াহাটে রাস্তা নেই দখল হয়ে গিয়েছে। কাউন্সিলরদেরও অনেক দোষ আছে। টাকা দিয়ে দিচ্ছে ভাবছেনা। ডাল ভাত মাছে সন্তুষ্ট হওয়া যাচ্ছে না। মানুষের কতটুকু লাগে বাঁচার জন্য। বাঁচার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু কাজে লাগান তার বেশি নয়। লোভ করা ভালো নয়। লোভ সংবরণ করুন। নেতা পুলিশ সবচেয়ে বেশি দায়ী। প্রথমে বসাবেন তারপর বুলডোজার করতে যাবেন এই পলিসি মানি না। প্রথম থেকেই আটকাতে হবে।
যে নেতার এলাকা এটা চলবে সেই কাউন্সিলার নেতা গ্রেফতার হবে। ডাব গ্রামে গ্রেফতার করেছে। ”

মুখ্যমন্ত্রীর হকারদের উচ্ছেদের ১ মাস সময় দিয়ে বলেন, এর মধ্যে রাজ্য সরকার সার্ভে করবে। হকারদের কাছে মুখ্যমন্ত্রীর আর্জি, রাস্তা পরিষ্কার রাখতে হবে। নিজেদের মতো গোছানো শুরু করুন। সবাই মিলে একটা সুখী পরিবার তৈরি হোক।

মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, “প্রথমে বসাবেন, তারপর বুলডোজার দিয়ে তুলে দেবেন, সেটা হবে না। হকারদের থেকে চাঁদা তোলা বন্ধ করুন। কারও চাকরি খাওয়ার অধিকার আমার নেই। কাউকে বেকার করার অধিকার নেই। লক্ষ লক্ষ মানুষ হকারি করে খায়।”

তাঁর সংযোজন, “ওয়ান আমব্রেলা সিস্টেমে করতে হবে। তিন মাস সময় দিলাম। হকার জোনের জন্য বাড়ি না পেলে ছোট্ট একটি জমি নিয়ে সেখানে করে দিন। কলকাতার আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে। সল্টলেকের আইডেন্টিটি নষ্ট হয়ে যাচ্ছে।
ভালো কাজে পুরস্কার খারাপ কাজে তিরস্কার। সরিয়ে দেবো। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে ৪৬ জনকে তাড়িয়ে দিচ্ছে আমি সেই পথে যেতে চাই না।”

মলয়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, দেবাশিস কুমার, অতীন ঘোষের নাম করে মুখ্যমন্ত্রীর নির্দেশ, “হাতিবাগান নিউমার্কেট গ্র্যান্ড হোটেল কর্পোরেশনের সামনে একটা সার্ভে করো তোমরা। কিভাবে সমস্যা সমাধান করা যায় দেখতে হবে। যারা রাস্তায় বসে, যারা রাস্তা দখল করে তাদের দোষ না দিয়ে কিছু বিল্ডিং তো এদের জন্য করা যেতে পারে। সিএসআর এর টাকা থেকে বা পিপিপি মডেলে। ”

আরও পড়ুন- ৩ দিনের সিবিআই হেফাজত আদালতে অসুস্থ হয়ে পড়লেন কেজরিওয়াল

Latest article