সংবাদদাতা, বারাসত : প্রতিনিয়ত বাড়তে থাকা মামলার চাপ কমাতে ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি’র নির্দেশে দেশ জুড়ে চলছে লোক-আদালত (Court)। তারই অঙ্গ হিসেবে শনিবার উত্তর ২৪ পরগনার ৫টি মহকুমার আদলতেই বসল ২৬ বেঞ্চ। এর মধ্যে বারাসত জেলা আদালতে ১০টি, বনগাঁ আদালতে ৪টি, বসিরহাটে ৫টি, বিধাননগরে ৩টি, বারাকপুরে ২টি ও বারাসত, রাজারহাটে ২টি ক্রেতা সুরক্ষার বেঞ্চ বসে। এদিন সকাল সাড়ে দশটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত এই বেঞ্চের মাধ্যমে প্রায় ৭ হাজার মামলার মধ্যে একদিনেই ২৯৬৪টি মামলার সমাধান হয়। এবং ৭ কোটি ৪৯ লক্ষ ৮৮ হাজার ৫৫০ টাকা সেটলমেন্ট হয়।
এদিন মূলত খোরপোশ, জমি অধিগ্রহণ, মোটর অ্যাক্সিডেন্ট, বিদ্যুৎ ও টেলিফোন বিল, অনাদায়ী ঋণ সহ অন্যান্য মামলার বিচার হয়। জেলা আইনি পরিষেবার কর্তৃপক্ষের সচিব ড. প্রতিমা নন্দ বলেন, জেলা জজ রাই চট্টোপাধ্যায়-এর সহযোগিতায় আমরা জেলা জুড়ে এই অনুষ্ঠান করলাম। লোক-আদালতের (Court) উপকারিতা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, একদিনের মধ্যেই এই মামলার সমাধান হল কোনও আইনজীবী ও মধ্যস্থতাকারী ব্যতিরেখেই। পাশাপাশি কোনও কোর্ট ফিও দিতে হল না। ফলে মামলার সংখ্যাও, দীর্ঘদিন মামলা চলার সময় যেমন একদিনে অনেক গেল তেমনি আর্থিক ভাবে লাভবানও হল সংস্থাগুলি। তিনি আরও বলেন লোক-আদালতের গুরুত্বের কথা মাথায় রেখেই উত্তর ২৪ পরগনা জেলা আইনি পরিষেবার কর্তৃপক্ষের উদ্যোগে প্রতিদিনই অল্পপরিসরে এই লোক- আদালত চালানো হয়। এমনকী প্রয়োজনমতো ভ্রাম্যমাণ লোক-আদালতেরও ব্যবস্থা করা হয়।