প্রতিবেদন: বিশ্ববিদ্যালয় লাগোয়া জমিতে বুলডোজার চালানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ব্যাপক সঙ্ঘর্ষে জড়িয়ে পড়লেন হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের (Hyderabad University) পড়ুয়ারা। তেলেঙ্গানার কংগ্রেস সরকার বিশ্ববিদ্যালয় লাগোয়া ৪০০ একর জমিতে তথ্যপ্রযুক্তি পার্ক তৈরির সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তীব্র আপত্তি জানান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তাঁদের যুক্তি, এই প্রকল্প বাস্তবায়িত করতে হলে ব্যাপকভাবে সবুজনিধন হবে।
আরও পড়ুন-আজ থেকে বাড়ছে ৯০০টি ওষুধের দাম
স্বাভাবিকভাবেই নষ্ট হবে পরিবেশের ভারসাম্য। রবিবার থেকেই শুরু হয়ে যায় পড়ুয়াদের প্রবল আন্দোলন। বুলডোজারের উপরে উঠে পড়েন বিক্ষোভকারীরা। স্লোগান ওঠে ‘গো ব্যাক’। পুলিশের বিরুদ্ধেও স্লোগান ওঠে। রাজ্য সরকারের অবশ্য যুক্তি, ১৯৪৭ থেকে ওই জমির মালিক তারাই। জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই। রাজ্যে বিনিয়োগ টানাই প্রযুক্তি পার্কের লক্ষ্য।