রবিবার ছুটির দিন সকালে ফের বিভ্রাট মেট্রো চলাচলে। সাময়িক ভাবে ট্রেন বন্ধ থাকায় দুর্ভোগে পড়তে হয় মেট্রোযাত্রীদের (Kolkata Metro)। সাপ্তাহিক ছুটির দিন থাকায় তুলনামূলক ভাবে এদিন যাত্রী সংখ্যা ছিল কম। তবে বিভ্রাট মিটিয়ে ঘণ্টাখানেক পর ফের চালু হয় মেট্রো (Kolkata Metro) পরিষেবা। জানা গিয়েছে, লাইনে বিদ্যুৎ না থাকায় এদিন সকালে কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে সকালের প্রথম ট্রেনটি নির্দিষ্ট সময়ে ছাড়তে পারেনি। জানা গিয়েছে, মেট্রোর বিদ্যুতের লাইনে রাতে রক্ষণাবেক্ষণের কাজ হচ্ছিল। সেই কাজ শেষ করে বিদ্যুৎ সরবরাহ নিয়মিত করতে কিছুটা সময় লেগে যায়। তাই ট্রেন ছাড়তে এই বিলম্ব। উল্টোদিকে লাইনে বিদ্যুৎ না থাকায় দমদম থেকে ট্রেন ছাড়লেও তা কবি সুভাষ স্টেশন পর্যন্ত পৌঁছতে পারেনি। ঘণ্টাখানেক পরেই অবশ্য গোটা পরিষেবা স্বাভাবিক হয়ে যায়।