ওয়াকফ নিয়ে তুলকালাম সংসদে, বিরোধীদের চাপে জেপিসি রিপোর্টে অন্তর্ভুক্ত হচ্ছে ডিসেন্ট নোট

বৃহস্পতিবার বাজেট অধিবেশনের প্রথম পর্বের শেষ দিনেও গায়ের জোরে এই বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট পেশ করতে গিয়ে সংসদের দুই কক্ষেই মুখ থুবড়ে পড়ল সরকার পক্ষ।

Must read

প্রতিবেদন : ওয়াকফ (Waqf) সংশোধনী বিল নিয়ে তৃণমূল কংগ্রেস-সহ বিরোধীদের চাপের মুখে পড়ে প্রথম থেকেই ব্যাকফুটে ছিল মোদি সরকার৷ তারপরেও বিরোধীদের কণ্ঠরোধ করে গায়ের জোরে বিল পাশ করাতে মরিয়া সরকারপক্ষ৷ বৃহস্পতিবার বাজেট অধিবেশনের প্রথম পর্বের শেষ দিনেও গায়ের জোরে এই বিল সংক্রান্ত জেপিসি রিপোর্ট পেশ করতে গিয়ে সংসদের দুই কক্ষেই মুখ থুবড়ে পড়ল সরকার পক্ষ। ওয়াক আউট করল বিরোধীরা। তৃণমূল কংগ্রেস-সহ বিরোধীদের চাপের মুখে সরকার এদিন ঘোষণা করতে বাধ্য হয়েছে যে তাঁরা ওয়াকফ-সংক্রান্ত জেপিসি রিপোর্টে বিরোধীদের ডিসেন্ট নোট অন্তর্ভুক্ত করবে৷

আরও পড়ুন-অপরাধ রুখতে রাজ্য পুলিশের ‘অপারেশন সাইবার শক্তি’

শাসক শিবিরের নির্লজ্জ মনোভাবকে তুলোধোনা করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তাঁর দাবি, জেপিসিতে কোনও বাক্ স্বাধীনতা ছিল না৷ বিরোধীদের কোনও সুপারিশই গ্রহণ করা হয়নি৷ দেশের মানুষ সব দেখছেন৷ বৃহস্পতিবার প্রথমে রাজ্যসভা এবং পরে লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল-সংক্রান্ত জেপিসির রিপোর্ট পেশ করে কেন্দ্র৷ এই সময়েই বিরোধী শিবিরের সাংসদেরা সাফ জানান, তাঁদের প্রতিনিধিদের ডিসেন্ট নোট অন্তর্ভুক্ত করতে হবে। ওয়াকফ বিলে কোথায় কোথায় ত্রুটি আছে, তা জানাতে হবে দেশবাসীকে৷ এই দাবি তুলে সংসদের দুই কক্ষেই সোচ্চার হন তৃণমূল কংগ্রেস-সহ বিরোধী সাংসদরা৷ বিক্ষোভের কাছে নতিস্বীকার করে প্রথমে সংসদ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু এবং পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ জানান, বিরোধী শিবিরের সাংসদরা যে ডিসেন্ট নোট দিয়েছেন, তা অন্তর্ভুক্ত করা হবে রিপোর্টে৷

আরও পড়ুন-‘অপরাজিতা বিল’এর দ্রুত অনুমোদনের দাবিতে রাষ্ট্রপতির দ্বারস্থ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল

যৌথ সংসদীয় কমিটিতে বিলটি পর্যালোচনা করার সময়েই তৃণমূল-সহ বিরোধী সাংসদরা জানিয়ে দিয়েছিলেন কোনওভাবেই এই অসাংবিধানিক বিলকে সবুজ সঙ্কেত দেবেন না তাঁরা৷ তারপরেও মোদি সরকার ঘৃণ্য রাজনৈতিক স্বার্থ নিয়ে গায়ের জোরে এই বিল পাশের উদ্যোগ নিয়েছে৷ সংসদীয় প্রথা মেনে বিরোধী সাংসদেরা তাঁদের যাবতীয় আপত্তি ‘ডিসেন্ট নোট’ আকারে জমা দিয়েছিলেন জেপিসির কাছে৷ তারপরেও কেন্দ্র ডিসেন্ট নোট ছাড়াই সংসদে জেপিসি রিপোর্ট পেশ করা হয়েছিল৷ এই অপচেষ্টা রুখে দিয়েছেন তৃণমূল-সহ বিরোধী শিবিরের অন্য সাংসদরা৷ বিরোধীদের চাপে সরকারের পিছু হটা আসলে সম্মিলিত বিরোধী ঐক্যের নৈতিক জয়, দাবি বিরোধী শিবিরের। এদিন মোদি সরকারকে নিশানা করে তোপ দেগেছেন রাজ্যসভার দুই তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও দোলা সেন৷ ঋতব্রতর দাবি, ডিসেন্ট নোট প্রকাশ না করা বা তা রেকর্ডে না রাখা আসলে গণতন্ত্রের উপরে আঘাত৷

Latest article