এই মুহূর্তে গোটা দেশে ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাটি নিয়ে সর্বত্র আলোচনা চলছে। কিন্তু এই ছবি নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির শরিক দল হিন্দুস্তান আওয়াম মোর্চার নেতা জিতনরাম মাঝি। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী স্পষ্ট জানালেন, এই ছবির নির্মাতাদের সঙ্গে জঙ্গিদের যোগসাজশ রয়েছে। জিতনরাম শুক্রবার ট্যুইট করে বলেন, কাশ্মীর ফাইলস জঙ্গিদের এক বড় মাপের ষড়যন্ত্র হতে পারে।
আরও পড়ুন-ভাঙন ঠেকাতে মরিয়া কংগ্রেস, সোনিয়া-আজাদ বৈঠক, রাহুলে অনাস্থা বিক্ষুব্ধদের
এই ছবি দেখিয়ে জঙ্গিগোষ্ঠীগুলি কাশ্মীরি ব্রাহ্মণদের মধ্যে নতুন করে ভয়-ভীতি ও আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে। জঙ্গিদের লক্ষ্য হল, কাশ্মীরের ব্রাহ্মণরা আর যেন সেখানে ফিরে না যায়। এখানেই শেষ নয়৷ এই প্রবীণ নেতা আরও বলেন, অবিলম্বে কাশ্মীর ফাইলসের নির্মাতাদের সকলের বিরুদ্ধে তদন্ত করা উচিত। কারণ তিনি নিশ্চিত এই ছবির নির্মাতাদের সঙ্গে জঙ্গিদের ঘনিষ্ঠ যোগ রয়েছে।