কলকাতা-ঢাকা দূরত্ব কমছে

Must read

প্রতিবেদন : পদ্মাসেতুর ফলে ঢাকা ও কলকাতার মধ্যে যাতায়াত অনেকটাই সুবিধাজনক হবে। এতদিন কলকাতা থেকে বাসে ঢাকায় আসতে হলে পদ্মা পার হতে স্টিমারের প্রয়োজন হত। কিন্তু পদ্মাসেতু (Padma Bridge) চালু হলে সড়কপথে সরাসরি কলকাতা থেকে ঢাকায় পৌঁছনো যাবে। সেক্ষেত্রে কলকাতা থেকে ঢাকার দূরত্ব ৫০ শতাংশ কমবে। কলকাতা থেকে ঢাকার দূরত্ব ৪০০ কিলোমিটার। যা অতিক্রম করতে সময় লাগত ১০ ঘণ্টা। এখন চার ঘণ্টাতেই এই পথ পাড়ি দেওয়া যাবে। রেলপথে শিয়ালদহ থেকে ঢাকা পৌঁছতে সময় লাগবে সাড়ে ছয় ঘণ্টার মতো। তবে শুধু ঢাকা-কলকাতা দূরত্ব কমাই নয়, পদ্মাসেতুর (Padma Bridge) ফলে বঙ্গোপসাগরের তীরে মংলা ও চট্টগ্রাম বন্দরের দূরত্বও প্রায় ১০০ কিলোমিটার কমবে। ইতিমধ্যেই এই দুই বন্দর ভারতকে ব্যবহারের অনুমতি দিয়েছে হাসিনা সরকার। এর ফলে উত্তর-পূর্বের রাজ্যগুলির সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের যোগাযোগও অনেক সহজ হবে।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর স্বপ্ন পদ্মাসেতু বাংলাদেশের মানুষের অহঙ্কার, বললেন হাসিনা

Latest article