জয়নগরে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ

আর্থিকভাবে দুর্বল কৃষকদের চাষ কাজের সুবিধায় আর্থিক অনুদান, ভরতুকিতে যন্ত্রপাতি কেনার সুযোগ করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ৷

Must read

প্রতিবেদন : চাষবাসে সহায়ক আধুনিক যন্ত্রপাতি বিতরণ করা হল জয়নগর ১ ব্লকের কৃষকদের৷ আর্থিকভাবে দুর্বল কৃষকদের চাষ কাজের সুবিধায় আর্থিক অনুদান, ভরতুকিতে যন্ত্রপাতি কেনার সুযোগ করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ৷

আরও পড়ুন-মনের মতো জীবনসঙ্গী বাছার মৌলিক অধিকার হরণ

ব্লকের ১২টি গ্রাম পঞ্চায়েতের সেইসব আবেদনকারী কৃষকদের মধ্যে প্রয়োজনীয় পাওয়ার টিলার, জলসেচের পাম্প, স্প্রে মেশিন ধান ঝাড়াই মেশিন, সহ আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়। আধুনিক যন্ত্রপাতি পেয়ে খুশি স্থানীয় কৃষকরা৷ তাঁরা বলেন, সরকারি সাহায্যে চাষের সরঞ্জাম পেয়ে আমরা খুব উপকৃত হলাম। বিশেষ করে কৃষি যন্ত্রপাতির সাহায্যে চাষ করে শ্রম এবং খরচের অনেক সাশ্রয় হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও শুভদীপ দাস, ব্লক কৃষি অধিকর্তা মহাদেব বারুই, পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস, সহ-সভাপতি সুহানা পারভিন বৈদ্য, কৃষি ও সেচ দফরের কর্মাধ্যক্ষ শান্তনু মালিক, কর্মাধ্যক্ষ পাপিয়া মণ্ডল, সদস্যা শিখা মণ্ডল প্রমুখ৷

Latest article