প্রতিবেদন : দু’দিনের মধ্যে আবাস যোজনা প্রকল্পের ৮৪ শতাংশ বাড়ির অনুমোদন দিতে হবে জেলাগুলিকে। আগামী শুক্রবারের মধ্যে এই প্রকল্পে সুবিধা প্রাপকদের নামের চূড়ান্ত তালিকা আবশ্যিকভাবে পাঠানোর জন্য সব জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী (Awas Yojana- Harikrishna Dwivedi)। বুধবার আবাস প্রকল্পের অগ্রগতি নিয়ে মুখ্যসচিব বিভিন্ন জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সেখানেই এই নির্দেশ দেওয়া হয়। এখনও পর্যন্ত আবাস যোজনার অধীনে ১ লক্ষ ৮১ হাজার বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী দু’দিনের মধ্যে বাকি ৮৪ শতাংশ বাড়ি তৈরির অনুমোদন দেওয়ার নির্দেশ দেন মুখ্যসচিব (Awas Yojana- Harikrishna Dwivedi)। কারণ কেন্দ্রের বেঁধে দেওয়া শর্ত অনুযায়ী, আগামী বছরের ৩১ মার্চ অর্থাৎ ৯০ দিনের মধ্যেই আবাস যোজনার অধীনে রাজ্যে ১১ লক্ষ ২৪ হাজারেরও বেশি বাড়ি তৈরির কাজ শেষ করার সময়সীমা নির্দিষ্ট। সূত্রের খবর, সংশোধন করে এই মুহূর্তে ৩৯ লক্ষের মতো উপভোক্তার নাম যোগ্য হিসেবে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঠাঁই পেয়েছে। কিন্তু তার ভিতর থেকে সমস্ত শর্তপূরণ করে মাত্র ১১ লক্ষ ৩৬ হাজার উপভোক্তা বাড়ি পাবেন। বুধবার পর্যন্ত মাত্র সাড়ে ৬ থেকে ৭ শতাংশ উপভোক্তার আবেদন মঞ্জুর করেছে জেলাগুলি। তাই যুদ্ধকালীন তত্পরতায় কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। ঝাড়গ্রাম, উত্তর দিনাজপুরের মতো জেলাগুলিতে আবাস যোজনার আগের তালিকার ৪০ শতাংশেরও বেশি নাম বাদ গিয়েছে। এই পরিস্থিতিতে জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিবের বার্তা, দু’দিনের মধ্যেই আপনারা দ্রুত কাজ শেষ করুন। প্রয়োজন হলে দিনরাত জেগে কাজ করুন। রাজ্য জুড়ে আবাস যোজনা বিক্ষোভের আবহে মুখ্যসচিবের এই বার্তা যথেষ্ট তাৎপর্যের বলে মনে করছে অভিজ্ঞ মহল। উপভোক্তাদের চূড়ান্ত তালিকা তৈরির সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় গ্রামান্নোয়ন মন্ত্রকের নির্দেশিকা মেনে প্রকল্প রূপায়ণের রূপরেখাও তৈরি করে ফেলেছে রাজ্য। এ জন্য এখন থেকেই পঞ্চায়েত স্তরে বাড়ি নির্মাণের জন্য ইটভাটা থেকে সরাসরি উপভোক্তাদের ইট সরবরাহের ব্যবস্থা করতে হবে। অন্যান্য কাঁচামাল সরাসরি ডিলার বা সাপ্লায়ারের কাছ থেকে কেনার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। নির্মাণের কাজ নজরদারি করতে ব্লক স্তরে কন্ট্রোল রুম চালু করে প্রত্যেক মাসের ১০ থেকে ১৫ তারিখ আবাস সপ্তাহ পালন নির্মাণের তদারকি করতে হবে। গৃহহীনদের জন্য সরকারি জমি চিহ্নিতকরণের কাজ বিএলএলআরওদের দ্রুত করার নির্দেশ দেওয়া হয়েছে। কাজের অগ্রগতি ব্লক থেকে মহকুমা ও জেলাশাসক স্তরে নিয়মিত পর্যালোচনা করতে হবে। বরাদ্দ টাকা খরচের আগে বাড়ি ধরে ধরে জিও ট্যাগিং বাধ্যতামূলক। তিন দফায় টাকা দেওয়া হবে। প্রত্যেক বাড়িতে স্বচ্ছ ভারত মিশন বা মনরেগার টাকায় শৌচালয় তৈরি করে দিতে হবে। বাড়ির চার দিকে বায়ো ফেন্সিং বা গাছ দিয়ে বেড়া দিতে হবে। ১০০ দিনের কাজের প্রকল্পের টাকায় এই কাজগুলি করতে হবে।
আবাস যোজনা নিয়ে জেলা প্রশাসনকে মুখ্যসচিবের কড়া নির্দেশ
দু’দিনে শেষ করতে হবে বাকি কাজ