হিলি রেল প্রকল্পের জন্য ৮১ একর জমি দিল জেলাপ্রশাসন

বালুরঘাট হিলি রেলপ্রকল্পের জন্য ৮১ একর জমি দেল জেলা প্রশাসন। উল্লেখ্য, বালুরঘাট হিলি রেল প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের দায়িত্বে রয়েছে রাজ্য সরকার।

Must read

সংবাদদাতা, বালুরঘাট : বালুরঘাট হিলি রেলপ্রকল্পের জন্য ৮১ একর জমি দেল জেলা প্রশাসন। উল্লেখ্য, বালুরঘাট হিলি রেল প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের দায়িত্বে রয়েছে রাজ্য সরকার। জমি অধিগ্রহণের জন্য রাজ্য সরকার জমির নথি যাচাই করে জমিদাতাদের ক্ষতিপূরণ প্রদান করে জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু করেছিল বছর খানেক পূর্বে।

আরও পড়ুন-যুদ্ধ বন্ধের দাবিতে উত্তাল ইজরায়েল, মুখে কুলুপ নেতানিয়াহুর

ইতিমধ্যেই বেশ কিছু জমি জমিদাতাদের কাছে থেকে অধিগ্রহণও করেছে বলে খবর। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন সূত্রে খবর অধিগৃহীত জমির মধ্যে সোমবার ৮১ একর জমি রেল দফতরকে হস্তান্তর করেছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। এই তথ্য জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক রাজেশ কুমার মন্ডল। তিনি জানিয়েছেন এদিন হস্তান্তর করা জমির মধ্যে দক্ষিণ খানপুর এবং কুরমাইলের মধ্যে ৬.৩৫ কিলোমিটার প্রসারিত জমি রয়েছে।

Latest article