দুর্যোগ মোকাবিলায় তৈরি জেলা প্রশাসন

জেলার পাশাপাশি কাকদ্বীপ, ক্যানিং, ডায়মন্ড হারবার মহকুমা শাসকের অফিসে ও সুন্দরবনের ১৩টি ব্লকে খোলা হয়েছে কন্ট্রোল রুম

Must read

সংবাদদাতা, সুন্দরবন :‌ নিম্নচাপ ও কোটালের জোড়া ফলার মোকাবিলায় সবরকম প্রস্তুতি সেরে রেখেছে দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন। একশোটি ফ্লাড সেন্টার ও স্কুল তৈরি রাখা হয়েছে। উপকূলে বিপদের সম্ভাবনা বাড়লেই নিরাপদ স্থানে তুলে আনা হবে বাসিন্দাদের। জেলার ৬টি বিশেষ সিভিল ডিফেন্সের দলও তৈরি রাখা হয়েছে। এই দলগুলি বিপর্যয় মোকাবিলায় বিশেষভাবে প্রশিক্ষিত। একটি মহিলাদেরও দল আছে। পরিস্থিতি পর্যালোচনা করে সুন্দরবনের ব্লকে পাঠানো হবে দলগুলিকে।

আরও পড়ুন-অভিষেকের হাত ধরে আজ জলপ্রকল্পের যাত্রা শুরু

জেলা সদর আলিপুরে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। জেলাশাসক সুমিত গুপ্তা কন্ট্রোল রুমের ওপর নজর রাখছেন। জেলার পাশাপাশি কাকদ্বীপ, ক্যানিং, ডায়মন্ড হারবার মহকুমা শাসকের অফিসে ও সুন্দরবনের ১৩টি ব্লকে খোলা হয়েছে কন্ট্রোল রুম। পঞ্চায়েতগুলিকেও সজাগ থাকতে বলা হয়েছে। প্রতিটি ব্লকে শুকনো খাবার, পানীয় জল, ত্রিপল মজুত করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে নাগাড়ে বৃষ্টি চলছে জেলাতে। মাঝে মাঝে ভারী বৃষ্টি চলছে। জেলার সুন্দরবন উপকূলে বৃষ্টির পরিমাণ বেশি।

Latest article