কনক অধিকারী, জলপাইগুড়ি: ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছিল নাগরাকাটার বিস্তীর্ণ এলাকা। জলের তীব্র স্রোতে ভেসে গিয়েছিল বাঁধ, ভেঙে পড়েছিল সেতু। প্রায় দু’হাজার পরিবার গৃহহীন হয়ে পড়ে। সঙ্গে ভেসে যায় এলাকার একমাত্র যোগাযোগের মাধ্যম গাঠিয়া নদীর ওপরের টানাটানি সেতু। সেতুটি ভেঙে যাওয়ায় পুরো এলাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। এক মাসেরও কম সময়ের মধ্যে সেই সেতু পুনর্নির্মাণে প্রায় এক কোটি টাকা ব্যয় করে কাজ সম্পন্ন করল জেলা প্রশাসন। বামনডাঙা, টুন্ডু, খেরকাটা-সহ মডেল ভিলেজ এলাকার মানুষের জীবন বিপন্ন হয়ে ওঠে। নদী পারাপারে নিত্যদিনই ছিল জীবনসংকট। কখনও বুকসমান জল ভেঙে হেঁটে, কখনও নৌকার সাহায্যে, কখনও আবার সরকারি কর্মীদের সহযোগিতায় পারাপার করতে হত। স্কুল-কলেজে যাতায়াত বন্ধ হয়ে গিয়েছিল, বাজার যাওয়া, অসুস্থদের হাসপাতালে পৌঁছে দেওয়া হয়ে দাঁড়িয়েছিল চ্যালেঞ্জের। সেতু ভেঙে যাওয়ায় খাদ্যসামগ্রী, ওষুধ ও জরুরি সরঞ্জাম পৌঁছে দেওয়া ছিল অত্যন্ত কঠিন।
আরও পড়ুন-পৌষমেলা : প্রথম দিনেই সাড়া, বুকিং ৬০০ স্টল
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দফতরের উদ্যোগে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়। একমাসের কম সময়ে প্রায় এক কোটি টাকা ব্যয়ে নতুন টানাটানি সেতু ও বাঁধ তৈরি করা হয়। গত ৫ অক্টোবর নাগরাকাটা থেকে বামনডাঙা চা-বাগান এলাকার একমাত্র ব্রিজটি ভেঙে পড়ার ফলে বামনডাঙা, টুন্ডু, খেরকাটা মিলিয়ে প্রায় কুড়ি হাজার মানুষ বিপদের মুখে পড়েছিলেন। জলপাইগুড়ি জেলাশাসক শামা পারভিন জানান, ৫ অক্টোবরের ভয়াবহ বন্যায় বাঁধ ও ব্রিজ দুটোই ক্ষতিগ্রস্ত হয়েছিল। এক মাসের কম সময়ে দুটির সংস্কারকাজ সম্পন্ন হয়েছে। জেলা পরিষদের পক্ষ থেকে প্রায় এক কোটি টাকা ব্যয় করা হয়েছে। কুড়ি হাজারের বেশি মানুষ এর ফলে উপকৃত হয়েছেন। জেলা প্রশাসন সর্বদা বন্যাদুর্গত মানুষের পাশে আছে এবং সবরকম সাহায্য পৌঁছে দেওয়া হয়েছে। এলাকার বাসিন্দা শরণ সাহু, গাড়িচালক জানান, ব্রিজ এবং বাঁধ ভেঙে যাওয়ায় মানুষকে নদী পেরোতে হচ্ছিল। গাড়ি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। এখন স্বস্তি। নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যজুড়ে চলছে উন্নয়নযজ্ঞ।
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…