সংবাদদাতা, নদিয়া : মুখ্যমন্ত্রীর উদ্যোগে জেলাভিত্তিক লোকশিল্পী সম্মেলন শুরু হয়েছে বিভিন্ন জেলায়। মূলত লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে ও জেলা তথ্য ও সাংস্কৃতিক দফতরের সহযোগিতায় এই সম্মেলন চলছে। নদিয়া জেলায় এই সন্মেলনে শুরু হয়েছে কৃষ্ণনগরের রবীন্দ্রভবনে।
আরও পড়ুন-আশার আলো শ্রমশ্রী, শিবিরে বলছেন শ্রমিকরা
উদ্বোধন করেন জেলাশাসক এস অরুণ প্রসাদ। ছিলেন অতিরিক্ত জেলাশাসক সৈকত গঙ্গোপাধ্যায়, এসডিও সদর শারদ্যুতি চৌধুরি-সহ জেলা প্রশাসন কর্তারা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে লোকশিল্পীরা সন্মেলনে উপস্থিত হন। সরকারি অনুদানপ্রাপ্ত লোকশিল্পীদের সরকারের গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলি প্রচারের আবেদন জানানো হয়। কন্যাশ্রী, আমার পাড়া আমার সমাধান, যুবশ্রী প্রকল্পগুলি সমাজ জীবনে কতটা গুরুত্বপূর্ণ এবং কীভাবে এই সব প্রকল্পের লাভ পাওয়া যায়, তা নিয়ে গান বেঁধে জেলার প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা বলেন প্রশাসনিক কর্তারা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর লোকশিল্পীর অংশগ্রহণ সন্মেলনকে সফল করেছে বলে মনে করেন জেলা তথ্য ও সাংস্কৃতিক দফতরের কর্তারা।