দুর্গাপুরে দ্বিতীয় সৃষ্টিশ্রী মেলার প্রস্তুতি নিয়ে প্রশাসনের সঙ্গে বৈঠক মন্ত্রী, জেলাশাসকের

দুর্গাপুর হাটে অনুষ্ঠিত হতে চলেছে দ্বিতীয় বছরের সৃষ্টিশ্রী মেলা। মেলায় থাকছে রাজ্যের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পের সামগ্রী।

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : দুর্গাপুর (Durgapur) হাটে অনুষ্ঠিত হতে চলেছে দ্বিতীয় বছরের সৃষ্টিশ্রী মেলা। মেলায় থাকছে রাজ্যের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পের সামগ্রী। থাকছে রকমারি খাবারের স্টল। ১৭ থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত চলবে মেলা। থাকছে ৯২টি স্টল। স্থানীয় ও রাজ্যস্তরের শিল্পীদের নিয়ে হবে নানা অনুষ্ঠান।

আরও পড়ুন-দিল্লি ভোটের আগে ক্যাগ রিপোর্ট, প্রকাশ বিজেপির চক্রান্ত, তোপ আপের

এ বিষয়ে দুর্গাপুর নগর নিগমে অনুষ্ঠিত এক সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, পশ্চিম বর্ধমানের জেলাশাসক পন্নামবলাম এস, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মণ্ডল-সহ জেলা প্রশাসনের কর্তারা। মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, ‘এই মেলাকে ঘিরে বাড়তি উৎসাহ থাকে দুর্গাপুরবাসীর। রাজ্যের হস্তশিল্পীরা লাভের মুখ দেখেন এই মেলায়।’

Latest article