সংবাদদাতা, পুরুলিয়া : জেলার উন্নয়নে অর্থ জোগান দিতে এবার পুরুলিয়া জেলা পরিষদের বিপুল সম্পদকে কাজে লাগাবে পুরুলিয়া জেলা পরিষদ। রাজ্য সরকার উন্নয়নের জন্য যথেষ্ট টাকা দেয়। কিন্তু শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না। সম্পদকে কাজে লাগাতে হবে। সোমবার জেলা পরিষদের অর্থ স্থায়ী কমিটির সভায় এমন কথা বলেন সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, একাধিক এলাকায় থাকা কিছু বাড়ি অকারণ পড়ে আছে। সেগুলি ভাড়ায় দেওয়া যেতে পারে।
আরও পড়ুন-দূষণ রুখতে শহরের রাস্তায় নামছে ই-অটো
প্রচুর ব্যবহারের অযোগ্য যন্ত্রপাতি পড়ে আছে, সেগুলি বিক্রি করতে হবে। এছাড়া অযোধ্যা পাহাড়ে নিজস্ব পর্যটন আবাসটিও দ্রুত গড়তে হবে। উন্নয়নে কিছুটা স্বনির্ভর না হলে চলবে কেন! এদিন প্রায় দেড়ঘণ্টা ধরে চলা মিটিংয়ে সভাধিপতি বারবার বলেন, উন্নয়নের প্রকল্পে যেন অর্থের অভাব না হয়, তা নিশ্চিত করাই প্রাথমিক কাজ। তিনি বলেন, ইতিমধ্যে শুখা মরশুম শুরু হয়ে গিয়েছে। জেলার গ্রামাঞ্চলে পানীয় জলের যাতে কোনও সমস্যা না হয়, সেটা দেখতে হবে। পুরনো নলকূপ সারাই, নতুন নলকূপ স্থাপন, পুকুর সংস্কারে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার বার্ষিক বাজেটে জেলা পরিষদের অর্থ স্থায়ী কমিটির বাজেট বরাদ্দ হয়েছে ৯৮৫৫৩০৫০৮ টাকা। সেই টাকা দিয়েছে রাজ্য সরকার। ঠিক হয়েছে অর্থের বরাদ্দসীমা পেরিয়ে গেলেও কাজ থামানো যাবে না। আয়ের পথ খুঁজে নিতে হবে নিজেদেরও।