আরও ২৭ ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধের নির্দেশ জেলা স্বাস্থ্য দফতরের

গত মাসে নন্দীগ্রাম, চণ্ডীপুর ও হেঁড়িয়া এলাকার ২২টি অবৈধ ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছিল জেলা স্বাস্থ্য দফতর।

Must read

সংবাদদাতা, কাঁথি : গত মাসে নন্দীগ্রাম, চণ্ডীপুর ও হেঁড়িয়া এলাকার ২২টি অবৈধ ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দিয়েছিল জেলা স্বাস্থ্য দফতর। এবার ফের ২৭টি অবৈধ ডায়াগনস্টিক সেন্টারকে বন্ধের নোটিশ পাঠাল তারা। বুধবার এই সব ডায়াগনস্টিক সেন্টারের কাছে বন্ধের নোটিশের পাশাপাশি শোকজ লেটার পাঠানো হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তাদের শোকজের উত্তর দিতে হবে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে।

আরও পড়ুন-উত্তর দিনাজপুর জেলায় নজরকাড়া সাফল্যে কন্যাশ্রী

জানা গিয়েছে, এই ২৭টি ডায়গনস্টিক সেন্টার মূলত নাচিন্দা, মারিশদা এবং কাঁথি স্কুল বাজার এলাকায় অবস্থিত। নন্দীগ্রাম স্বাস্থ্যজেলার ১১টি ব্লক এবং একটি পুরসভা এলাকায় বৈধ ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা ১৩৬টি। তবে সম্প্রতি এর বাইরেও বড় বড় হোর্ডিং লাগিয়ে একাধিক অবৈধ ডায়াগনস্টিক সেন্টার গজিয়ে ওঠে। মাসখানেক আগে জেলাশাসকের নেতৃত্বে তমলুকে বৈঠকের পর নন্দীগ্রাম স্বাস্থ্যজেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসিতকুমার দেওয়ানের নেতৃত্বে মনিটরিং কমিটি গঠিত হয়। সেই কমিটি বিভিন্ন ব্লকের ডায়াগনস্টিক সেন্টারগুলি পরিদর্শন করে একাধিক গরমিল খুঁজে পায়। সেইমতো ফের ২৭টি ডায়াগনস্টিক সেন্টারের কাছে ক্লোজার নোটিশ পাঠানো হয়েছে। এই সমস্ত ডায়াগনস্টিক সেন্টারের অধিকাংশের ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট লাইসেন্স নেই। এমনকি যে কটির লাইসেন্স রয়েছে তাদেরও বৈধ সময়সীমা পেরিয়ে গিয়েছে। এছাড়াও একাধিক ডায়াগনস্টিক সেন্টারের বায়োমেডিকেল ওয়েস্ট ম্যানেজমেন্ট লাইসেন্স নেই। ফলে তাদের অবিলম্বে সেন্টার বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে এই নিয়ে জেলায় মোট ৪৯টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হল। আর এরপরেই জেলা স্বাস্থ্য মহলে শোরগোল পড়ে গিয়েছে। নন্দীগ্রাম স্বাস্থ্যজেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসিতকুমার দেওয়ান বলেন, সারা বছর ধরেই গোটা জেলায় এই অভিযান চলবে। ২৭ টি ডায়গনস্টিক সেন্টারের কোনও বৈধ কাগজপত্র না থাকায় বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছি।

Latest article