সংবাদদাতা, সোনারপুর : আবাস যোজনার বাড়ি নিয়ে ফের পরিদর্শনে বেরোলেন দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা৷ তাঁর সঙ্গে দলে ছিলেন বারুইপুরের পুলিশ সুপার শ্রীমতী পুষ্পা, অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ), বারুইপুরের মহকুমা শাসক। বুধবার সোনারপুর ব্লকের অন্তর্গত মোট ২১টি বাড়ি পরিদর্শন করেন জেলাশাসক-সহ পুরো দল।
আরও পড়ুন-টিকিট চাই, দিতে পারেন?
পরিদর্শনের পর তালিকা থেকে আবেদন পরীক্ষা করে ও বাড়ির অবস্থা দেখে সাতজনের নাম খারিজ করা হয়। খেয়াদহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভানু সরদার ও গোবিন্দ সরদার পেশায় রিকশাচালক, যোগ্যদের নামের তালিকায় এঁরা রয়েছেন। সুকান্ত নাথ রাজমিস্ত্রির সহায়ক বা জোগাড়ের কাজ করেন। তিনিও আছেন যোগ্য নামের তালিকায়। কিন্তু তালিকা থেকে বাদ গেল মাধব হালদারের নাম। কারণ তাঁর পাকা বাড়ি রয়েছে।
আরও পড়ুন-বিশ্বকাপে আজ তৃতীয় স্থানের লড়াই
প্রসঙ্গত উল্লেখ্য, মাধববাবুর মেয়ে পারুল মণ্ডল বিশেষভাবে সক্ষম মানবিক প্রকল্পের আওতায় রয়েছেন। তাই তাঁর নামও আবাস যোজনার তালিকা থেকে বাদ গিয়েছে। জেলাশাসক জানান, ‘‘সমীক্ষার কাজ চলছে জেলা জুড়ে। কোনওরকম বিশৃঙ্খলা হলে প্রশাসনের পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হবে। প্রকৃত প্রাপকরা যাতে আবাস যোজনার সুফল পান, তার ব্যবস্থা করা হবে। কিন্তু কোনওভাবেই পাকা বাড়ির মালিকরা তালিকায় ঠাঁই পাবেন না। এই সব চিহ্নিত করতেই প্রশাসন সরেজমিন তদন্ত করছেন তালিকা ধরে।’’
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…