প্রতিবেদন: কলেজে পড়ানোর ক্ষেত্রে কোনওরকম গাফিলতির অভিযোগ যেন না আসে। অধ্যাপকরা যাতে সঠিক সময়ে কলেজে যান এবং যথাযথ ক্লাস নেন সে-বিষয়ে নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী তথা ওয়েবকুপার চেয়ারম্যান ব্রাত্য বসু। রবিবার ওয়েবকুপার নবনির্বাচিত কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে বসেছিলেন ব্রাত্য বসু। সেই বৈঠকেই কলেজে যাতে যথাযথ ক্লাস হয় সেই বিষয়ে অধ্যাপকদের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন-এলাকাবাসীর পাশে দাঁড়িয়ে পুনর্বাসন ছাড়াই রেলের উচ্ছেদ রুখল তৃণমূল
এছাড়াও জানানো হয়েছে, প্রত্যেক জেলায় এবং কলেজে একটি করে ওয়েবকুপার ইউনিট তৈরি হবে। ইতিমধ্যেই জেলা নেতৃত্বরা জেলা ইউনিটের জন্য নাম পাঠিয়েছেন। প্রত্যেকটি জেলায় একটি করে ১৩ থেকে ১৪ সদস্যের কমিটি গঠন করা হবে। তারা কলেজগুলোতে কীভাবে ক্লাস হচ্ছে, পড়ুয়াদের কোনওরকম সমস্যা হচ্ছে কি না সে-বিষয়ে নজর রাখবে। খুব শীঘ্রই এই ইউনিট তৈরি করা হবে বলে জানা গিয়েছে।