জর্জিয়া, ২১ জুলাই : মেয়েদের দাবা বিশ্বকাপে ভারতীয় দাবাড়ুদের দাপট অব্যাহত। গতকাল প্রথম ভারতীয় মহিলা দাবাড়ু হিসাবে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিলেন কোনেরু হাম্পি। গড়েছিলেন ইতিহাস। সোমবার একই পথের শরিক হলেন দিব্যা দেশমুখ। এই প্রথমবার দাবা বিশ্বকাপের শেষ চারে দেখা যাবে দুই ভারতীয় মহিলা দাবাড়ুকে।
আরও পড়ুন-ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে লাগাতার আন্দোলন: বাংলার মাটি দুর্জয় ঘাঁটি দিল্লিকো বদল ডালো
কোয়ার্টার ফাইনালে দিব্যার প্রতিপক্ষ ছিলেন আরেক ভারতীয় দাবাড়ু হারিকা দ্রোণাভল্লি। দু’টি গেমই অমীমাংসিতভাবে শেষ হওয়াতে ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকে। আর সেখানেই বাজিমাত করেন দিব্যা। এবার সেমিফাইনালে তিনি মুখোমুখি হবেন চিনা গ্র্যান্ডমাস্টার তান জংগেইয়ের। তান আবার কোয়ার্টার ফাইনালে হারিয়েছেন ভারতেরই আর বৈশালিকে। অন্য সেমিফাইনালে হাম্পির প্রতিপক্ষ শীর্ষ বাছাই চিনের লেই তিংজির। যা পরিস্থিতি, তাতে হাম্পি ও দিব্যা জিতলে, খেতাবি লড়াই হবে দুই ভারতীয় দাবাড়ুর মধ্যে। আর প্রথমবার কোনও মহিলা ভারতীয় দাবাড়ুর বিশ্বকাপ জয়ও নিশ্চিত হয়ে যাবে।