নয়াদিল্লি : দীপাবলির বোনাস না পেয়ে ক্ষোভে কর্মবিরতি টোলপ্লাজার কর্মীদের। বিজেপি শাসিত উত্তরপ্রদেশের ঘটনা।
সম্প্রতি বিপুল অর্থব্যয়ে জাঁকজমক করে উত্তরপ্রদেশে যোগী সরকার দীপ-উৎসব পালন করেছে। অথচ দীপাবলিতে সেই রাজ্যেই বোনাস থেকেই বঞ্চিত টোলপ্লাজার কর্মীরা। আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের ফতেহাবাদ টোলপ্লাজায় ক্ষুব্ধ কর্মীরা দীপাবলি বোনাস না পাওয়ায় কাজ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। কেন বোনাস দেওয়া হবে না এই প্রশ্ন তোলেন সংশ্লিষ্ট টোলপ্লাজার কর্মীরা। প্রতিবাদে কর্মবিরতি জানিয়ে কর্মীরা খুলে দেন ফতেহাবাদের টোলপ্লাজার সব গেট। কর্মীদের এই প্রতিবাদের জেরে টোল ফাঁকি দিয়ে হাজার হাজার গাড়ি ওই টোল প্লাজা দিয়ে যাতায়াত করতে থাকে। কোম্পানির তরফে অন্য কর্মীদের এনে কাজ করানোর চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। প্রতিবাদরত কর্মীরা বাকিদেরও কাজ করতে দেননি। ফলে টোলপ্লাজায় সরকারের ব্যাপক আর্থিক ক্ষতি ও অচলাবস্থা তৈরি হয়।
দীর্ঘসময় টোলপ্লাজা খোলা থাকার খবর জানতে পেরে পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিকতায় ফেরে। শেষ পর্যন্ত কোম্পানি কর্মীদের দাবি মেনে নিতে বাধ্য হয়। তাদের দাবি মেটানো হলে তবেই কর্মীরা পুনরায় কাজে ফেরেন।