দুবাই, ২ মার্চ : ২২তম গ্র্যান্ড স্ল্যাম জিতছেন। ৩৭৮ সপ্তাহ র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে স্টেফি গ্রাফের রেকর্ড ভেঙেছেন। এবার প্যারিসে অধরা অলিম্পিক সোনা জিততে চান নোভাক জকোভিচ। সেই লক্ষ্য নিয়েই আগামী বছর প্যারিসে নামবেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। ২০০৮ বেজিং অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন জকোভিচ।
আরও পড়ুন-বাড়ছে শয্যা, শিশুসুরক্ষায় একগুচ্ছ কর্মসূচি, অ্যাডিনো রুখতে তৈরি জেলা
তারপর থেকে দীর্ঘ খরা সার্বিয়ানের। ২০১২, ২০১৬ ও ২০২১ অলিম্পিকে কোনও পদক জিততে পারেননি তিনি। জকোভিচ বলেন, ‘‘অলিম্পিকের দিকে তাকিয়ে রয়েছি। আশা করি, আগামী বছর প্যারিসে খেলার জন্য ফিট থাকতে পারব।’’ একইসঙ্গে সার্বিয়ান তারকা বলেছেন, ‘‘রোলা গাঁরোয় ক্লে কোর্টে হতে চলেছে অলিম্পিক টেনিস। ওই মাঠের সঙ্গে আমি পরিচিত। আমি মনে করছি ওই মাঠে আগামী অলিম্পিকে সেরা পারফরম্যান্স করতে পারব।’’ আরও অনেক রেকর্ড ও সাফল্য পাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন সার্বিয়ান তারকা। এদিকে, দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠেছেন জকোভিচ। এই নিয়ে টানা ১৯টি ম্যাচ জিতলেন তিনি। হারিয়েছেন তালোন গ্রিকসপোরকে।