লন্ডন, ২৭ জুন : জয় দিয়েই উইম্বলডন অভিযান শুরু কবলেন নোভাক জকোভিচ। তবে দ্বিতীয় রাউন্ডে ওঠার জন্য রীতিমতো ঘাম ঝরাতে হল তাঁকে। টুনামেন্টের শীর্ষ বাছাই জকোভিচ সোমবার কোর্টে নেমেছিলেন দক্ষিণ কোরিয়ার সুউন কুওনের বিরুদ্ধে। বিশ্বের ৭৫ নম্বর কুওনকে চার সেটের লড়াইয়ের পর ৬-৩, ৩-৬, ৬-৩, ৬-৪ ব্যবধানে হারিয়ে দেন জকোভিচ।
ছ’বারের উইম্বলডন চ্যাম্পিয়ন জকোভিচকে চমকে দিয়ে প্রথম সেটে ৩-১ গেমে এগিয়ে যান কুওন। যদিও শেষ পর্যন্ত সেট জিতে নেন জকোভিচই। তবে দ্বিতীয় সেটেও একই ঘটনার পুনরাবৃত্তি। ১-৩ গেমে ফের পিছিয়ে পড়েন জকো।
আরও পড়ুন-ডিআরএসের দাবি তুললেন মুম্বই কোচও
এবার আর তিনি সেট বাঁচাতে পারেননি। তবে তৃতীয় ও চতুর্থ সেট জিতে শেষ পর্যন্ত ম্যাচ পকেটে পুরে নেন জকোভিচ। যদিও গোটা ম্যাচেই তাঁকে চ্যালেঞ্জের মুখে ফেলেছিলেন কুওন।
এদিন ম্যাচ জিতে এক নতুন নজির গড়েছেন জকো। টেনিস ইতিহাসের ওপেন যুগে তিনি প্রথম খেলোয়াড়, যিনি প্রতিটি গ্র্যান্ড স্ল্যামে ৮০ বা তার বেশি সিঙ্গলস ম্যাচ জিতেছেন। এদিকে, জকোভিচের ম্যাচ চলাকালীন দু’জন দর্শক অসুস্থ হয়ে পড়েন। ফলে দু’বার ম্যাচ কিছু সময়ের জন্য বন্ধ ছিল।
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…