ফের ভ্যাকসিন গেরোয় জকো

গত বারও আমেরিকায় গিয়ে ইউএস ওপেন-সহ একাধিক এটিপি টুর্নামেন্টে খেলতে পারেননি নোভাক জকোভিচ

Must read

লস অ্যাঞ্জেলস, ৯ ফেব্রুয়ারি : গত বারও আমেরিকায় গিয়ে ইউএস ওপেন-সহ একাধিক এটিপি টুর্নামেন্টে খেলতে পারেননি নোভাক জকোভিচ। আগামী কয়েক সপ্তাহে মার্কিন প্রশাসন কোভিড মহামারী নিয়ে স্বাস্থ্যবিধি শিথিল না করলে এবারও বিশ্বের এক নম্বর টেনিস তারকার পক্ষে সে দেশে গিয়ে ইন্ডিয়ান ওয়েলস টুর্নামেন্টে খেলা সম্ভব নয়। তবে বুধবার টুর্নামেন্টের আয়োজকদের তরফে অংশগ্রহণকারী খেলোয়াড়দের যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে রাফায়েল নাদাল, কার্লোস আলকারেজ, ইগা শিয়নটেকদের সঙ্গে নাম রয়েছে জকোভিচেরও। কিন্তু কোভিড ভ্যাকসিন না নেওয়ায় মার্কিন প্রশাসনের স্বাস্থ্যবিধি ভঙ্গ করছেন সার্বিয়ান সুপারস্টার। তাই আমেরিকায় প্রবেশে বাধা পাবেন সদ্য ২২ গ্র্যান্ড স্ল্যাম জয়ী মহাতারকা।

আরও পড়ুন-৪৩৮ জনকে বাংলার বাড়ি প্রকল্পের চেক

ইন্ডিয়ান ওয়েলস টুর্নামেন্ট শুরু হচ্ছে ৯ মার্চ থেকে। তার আগে আমেরিকার কোভিড স্বাস্থ্যবিধিতে শিথিলতা আসার সম্ভাবনা নেই। কারণ, গত মাসেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, জরুরি ভিত্তিতে জারি কোভিড স্বাস্থ্যবিধি উঠে যেতে পারে ১১ মে’র পর। ইন্ডিয়ান ওয়েলস টুর্নামেন্টের ডিরেক্টর টমি হাস বিরক্তি ও ক্ষোভের সুরে বলেছেন, ‘‘জকোভিচের মতো তারকাকে এবারও ইন্ডিয়ান ওয়েলস এবং আমেরিকায় অন্যান্য টুর্নামেন্টে খেলার অনুমতি না দিলে সেটা লজ্জার হবে।’’

Latest article