বেলগ্রেড, ২১ এপ্রিল : ইউক্রেন আক্রমণের জের। আসন্ন উইম্বলডনের আসরে রাশিয়া এবং বেলারুশের টেনিস খেলোয়াড়দের অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে উইম্বলডনের আয়োজক অল ইংল্যান্ড লন টেনিস ক্লাবের এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না নোভাক জকোভিচ। বিশ্বের এক নম্বর টেনিস তারকা জানাচ্ছেন, তিনি নিজেও যুদ্ধের বিরুদ্ধে। কিন্তু ক্রীড়াবিদদের প্রতিযোগিতায় অংশগ্রহণে বাধা দেওয়া উন্মাদের মতো সিদ্ধান্ত। জকোভিচের বক্তব্য, ‘‘আমি সব সময় যুদ্ধ-বিরোধী অবস্থান নিয়েছি। কারণ আমিও ছোটবেলায় চোখের সামনে যুদ্ধ হতে দেখেছি। সবাই জানেন ১৯৯৯ সালে সার্বিয়ায় কী ঘটেছিল। কিন্তু উইম্বলডন কর্তৃপক্ষের সিদ্ধান্তকে সমর্থন করতে পারছি না। কারণ এটা উন্মাদের মতোই সিদ্ধান্ত।’’ জকোভিচ বলেন, ‘‘যুদ্ধের সঙ্গে খেলোয়াড়, বা ক্রীড়াবিদদের কোনও সম্পর্ক নেই। কেউই যুদ্ধের পক্ষে নয়। রাজনীতি যখন খেলাধুলা জগতে হস্তক্ষেপ করে, তখন কিন্তু পরিণতি মোটেই ভাল হয় না।’’
আরও পড়ুন-শ্রীশান্ত এবার বলিউডের নাচের ছবিতে
এটিপিও উইম্বলডন কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের বিপক্ষে মত প্রকাশ করেছে। তারা জানিয়েছে, সংস্থা রুশ আগ্রাসনের বিপক্ষে। তবে এই সিদ্ধান্তে এক অস্বস্তিকর নজির তৈরি হল। প্রসঙ্গত, এটিপি মহিলা খেলোয়াড়দের সংগঠন ডব্লুটিএ দলগত ভাবে রাশিয়া ও বেলারুশকে নিষিদ্ধ করলেও, এই দু’দেশের খেলোয়াড়দের ব্যক্তিগত ভাবে টুর্নামেন্টে অংশগ্রহণের ছাড়পত্র দিয়েছে। তবে শর্ত, তাঁরা দেশের পতাকা এবং জাতীয় সংগীত ব্যবহার করতে পারবেন না।