মন্টে কার্লো, ১২ এপ্রিল : দীর্ঘদিন পর কোর্টে ফিরেই জয়ের স্বাদ পেলেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। রাশিয়ার ইভান গাখভকে হারিয়ে মন্টে কার্লো মাস্টার্সের তৃতীয় রাউন্ডে উঠেছেন ২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী সার্ব তারকা। তবে সরাসরি সেটে জিতলেও, নিজের সেরা ছন্দে ছিলেন না জকোভিচ (Novak Djokovic)। প্রথম সেটে তাঁর খেলায় জড়তার ছাপ ছিল স্পষ্ট। শেষ পর্যন্ত অবশ্য ৭-৬ (৭/৫), ৬-২ সেটে জয় ছিনিয়ে নেন জকো।
অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হওয়ার পর গত মার্চে দুবাই ওপেন মাস্টার্স ছিল জকোভিচের শেষ টুর্নামেন্ট। কোভিডের টিকা না নেওয়ার মায়ামি মাস্টার্স এবং ইন্ডিয়ান ওয়েলসে খেলার অনুমতি পাননি তিনি। ম্যাচের পর জকোভিচ নিজেও স্বীকার করেছেন, সেরা ফর্মে ফিরতে তাঁর আরও একটু সময় লাগবে। তিনি বলেন, ‘‘যে কোনও টুর্নামেন্টের শুরুতেই আমার খেলায় একটু জড়তা থাকে। আর এবার তো অনেকদিন পর প্রতিযোগিতামূলক টেনিসে ফিরলাম।’’
এদিকে, বুধবারই মন্টে কার্লো মাস্টার্স থেকে ছিটকে গেলেন রোহন বোপান্না। তিনি ও তাঁর অস্ট্রেলীয় পার্টনার ম্যাথু এবডেন এদিন ৪-৬, ৩-৬ সরাসরি সেটে হেরে গিয়েছেন জার্মান জুটি টিম পুটজ ও কেভিন ক্রাভিটজের কাছ। ফলে পুরুষদের ডাবলসের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন বোপান্নারা। প্রসঙ্গত, সম্প্রতি ইন্ডিয়ান ওয়েলস খেতাব জিতেছিলেন বোপান্নারা।
আরও পড়ুন- নতুন লড়াইয়ের মহড়ায় মগ্ন রিঙ্কু