ইন্ডিয়ান ওয়েলস থেকে সরলেন জকো

মার্কিন মুলুকের দু’টি টুর্নামেন্ট ইন্ডিয়ান ওয়েলস ওপেন এবং মায়ামি ওপেন থেকে শেষ পর্যন্ত সরে দাঁড়ালেন নোভাক জকোভিচ।

Must read

লস অ্যাঞ্জেলস, ১০ মার্চ : যাবতীয় জল্পনার অবসান। মার্কিন মুলুকের দু’টি টুর্নামেন্ট ইন্ডিয়ান ওয়েলস ওপেন এবং মায়ামি ওপেন থেকে শেষ পর্যন্ত সরে দাঁড়ালেন নোভাক জকোভিচ। সোশ্যাল মিডিয়ার এক পোস্টের মাধ্যমে এই খবর জানিয়েছেন জকোভিচ নিজেই।
টুর্নামেন্টের ড্রয়ে ২০টি গ্র্যান্ড স্ল্যামজয়ী সার্ব তারকার নাম ছিল। কিন্তু আমেরিকার সিডিসি (রোগ প্রতিরোধ সংক্রান্ত বিভাগ) আগাম জানিয়ে দিয়েছিল, ভ্যাকসিন নেওয়ার প্রমাণপত্র দেখানোর পরেই সেদেশে পা রাখার অনুমতি পাবেন জকোভিচ। ফলে তাঁর অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল।

আরও পড়ুন-বিজেপির সভায় কর্মী-বিক্ষোভ

সেই আশঙ্কাই সত্যি প্রমাণিত করে জকোভিচ এদিন পোস্ট করেন, ‘‘ড্রয়ে নাম থাকলেও, আমার পক্ষে ইন্ডিয়ান ওপেন এবং মায়ামি ওপেনে খেলা সম্ভব হচ্ছে না। কারণ সিডিসি জানিয়ে দিয়েছে, নির্দিষ্ট প্রমাণপত্র ছাড়া আমি আমেরিকার মাটিতে পা রাখতে পারব না। যে সব খেলোয়াড় এই দুটো দুর্দান্ত টুর্নামেন্টে খেলবেন, তাঁদের জন্য আমার শুভেচ্ছা রইল।’’

Latest article