লন্ডন, ১৮ জুলাই : উইম্বলডন ফাইনালে কার্লোস আলকারেজের কাছে হেরে ২৪ নম্বর গ্র্যান্ড স্ল্যাম খেতাব জেতার সুযোগ হাতছাড়া করেছেন। এবার বিরাট অঙ্কের জরিমানার মুখে পড়লেন নোভাক জকোভিচ! ফাইনাল চলাকালীন নিজের র্যাকেট মাটিতে আছড়ে ভেঙেছিলেন। এই অপরাধের জন্য জকোভিচকে ৮ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে উইম্বলডন কর্তৃপক্ষ। যা ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ছয় লক্ষ।
আরও পড়ুন-সহজেই জিতল ডায়মন্ড হারবার
শুধু তাই নয়, চলতি বছরে এটাই যে কোনও টেনিস খেলোয়াড়ের সর্বোচ্চ জরিমানা। প্রসঙ্গত, ফাইনালে পঞ্চম সেটে আলকারেজের সার্ভিস ব্রেক করলেও, নিজের সার্ভিস ধরে রাখতে পারেননি জকোভিচ। তখনই মেজাজ হারিয়ে নেটের কাছে আছড়ে ফেলে দেন নিজের র্যাকেট। এই অখেলোয়াড়োচিত আচরণের জন্য সঙ্গে সঙ্গেই তাঁকে সতর্ক করেছিলেন চেয়ার আম্পায়ার। এবার তাঁকে জরিমানাও গুনতে হচ্ছে।