ডিএলএডে এবার উত্তরপত্রে কেন্দ্রীয়ভাবে মূল্যায়ন হবে

যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানান, পরীক্ষা শুরুর আগে প্রশ্ন ফাঁস হয়নি। পর্ষদ ও সরকারকে কালিমালিপ্ত করতে এটা করা হয়েছে

Must read

প্রতিবেদন : অনিয়ম রুখতে বদ্ধপরিকর প্রাথমিক শিক্ষা পর্ষদ। উত্তরপত্রের গোপনীয়তা ও নিরাপত্তা বজায়ে বড় পদক্ষেপ। নয়া সিদ্ধান্ত অনুযায়ী, ডিএলএড তথা ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশনের পরীক্ষার সব উত্তরপত্র কেন্দ্রীয়ভাবে স্পট মূল্যায়ন হবে। একই নিয়মে যাতে উত্তরপত্রের মূল্যায়ন হয় সেদিকেও নজর রাখছে পর্ষদ।

আরও পড়ুন-যাদবপুর-কাণ্ডে কারণ দর্শানোর নোটিশ

প্রাথমিক শিক্ষা পর্ষদের উপসচিব পার্থ কর্মকার জানান, এবারে ডিএলএড-এর উত্তরপত্রের স্পট মূল্যায়ন হবে। পর্ষদের নজরদারিতে একই ছাতার তলায় কেন্দ্রীয়ভাবে সব উত্তরপত্রের মূল্যায়ন হবে। এর ফলে দ্রুত ফল প্রকাশ করা যাবে বলে আশা পর্ষদের। একইসঙ্গে প্রতিটি উত্তরপত্র যেন একই নিয়মে, একই ভাবে মূল্যায়ন হয়। তার জন্য একটা নির্দিষ্ট নির্দেশাবলী দেবে পর্ষদ। ২০২০-’২২ শিক্ষাবর্ষের ডিএলএড-এর চূড়ান্ত বর্ষের পরীক্ষা শুরু হয় ২৮ নভেম্বর থেকে। শেষ হয় ৩০ তারিখ। সুষ্ঠুভাবে ও স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা করাতে সব রকম ব্যবস্থা নেয় পর্ষদ। কিন্তু পরীক্ষার প্রথমদিনের প্রশ্নপত্রের কিছু অংশ সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যায় বলে অভিযোগ। যদিও প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানান, পরীক্ষা শুরুর আগে প্রশ্ন ফাঁস হয়নি। পর্ষদ ও সরকারকে কালিমালিপ্ত করতে এটা করা হয়েছে।

Latest article