ডি’মারিয়ার গোলে জয়

চার মিনিট পরেই ডি’মারিয়ার নেওয়া ফ্রি-কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৫৬ মিনিটে ডি’মারিয়ার পরিবর্ত হিসাবে মাঠে নামেন মেসি।

Must read

শিকাগো, ১০ জুন : জাতীয় দলের জার্সিতে মাঠে ফিরলেন লিওনেল মেসি। এল সালভাদোর ও কোস্টারিকার বিরুদ্ধে শেষ দু’টি ফিফা ফ্রেন্ডলি ম্যাচে চোটের কারণে খেলেননি। তবে ইকুয়েডরের বিরুদ্ধে কোপা আমেরিকার প্রস্তুতি ম্যাচে পরিবর্ত হিসাবে মাঠে নামলেন মেসি। আর্জেন্টিনাও ডি’মারিয়ার গোলে ম্যাচটা ১-০ ব্যবধানে জিতেছে।

আরও পড়ুন-মুম্বইতে উদ্ধার হল বাঙালি অভিনেত্রীর পচাগলা ঝুলন্ত দেহ

৫৬ মিনিটে মেসি যখন মাঠে নামছেন, তখন উল্লাসে ফেটে পড়েছিল শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়াম। তার আগেই অবশ্য গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দিয়েছিলেন ডি’মারিয়া। ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে আর্জেন্টিনা। দুই ফরোয়ার্ড ডি’মারিয়া ও জুলিয়েন আলভারেজ শুরু থেকেই চাপে রেখেছিলেন ইকুয়েডর রক্ষণকে। প্রথম তিরিশ মিনিটেই ৩-০ গোলে এগিয়ে যাওয়ার কথা ছিল আর্জেন্টিনার। কিন্তু সুযোগ নষ্টের কারণে গোল হয়নি।

আরও পড়ুন-দায়িত্ব বণ্টনের শুরুতেই হোঁচট, রাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব গ্রহণ করলেন না এনসিপি গোষ্ঠী

অবশেষে ৪০ মিনিটে ডি’মারিয়ার গোল। রডরিগো ডি’পলের পাস থেকে বল পান ক্রিস্টিয়ান রোমেরো। তিনি সেই বল বাড়িয়ে দিয়েছিলেন ডি’মারিয়াকে। ঘাড়ের উপর বিপক্ষের এক ফুটবলারকে নিয়ে চমৎকার প্লেসিংয়ে বল জালে জড়ান ডি’মারিয়া। চার মিনিট পরেই ডি’মারিয়ার নেওয়া ফ্রি-কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৫৬ মিনিটে ডি’মারিয়ার পরিবর্ত হিসাবে মাঠে নামেন মেসি। তিনি মাঠে নামার পর আর্জেন্টিনার আক্রমণের তীব্রতা আরও বেড়ে গিয়েছিল। যদিও গোলসংখ্যা আর বাড়েনি।
আগামী ১৫ জুন গুয়াতেমালার বিরুদ্ধে আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন মেসিরা। এরপর ২১ জুন কানাডা ম্যাচ দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করবেন। মেসিদের গ্রুপের বাকি দু’টি
ম্যাচ ২৬ জুন চিলি এবং ৩০ জুন পেরুর বিরুদ্ধে।

Latest article