তামিলনাড়ু: রাজ্যপালকে সরাতে চিঠি রাষ্ট্রপতিকে 

Must read

নয়াদিল্লি : তামিলনাড়ুর স্ট্যালিন সরকারের সঙ্গে দীর্ঘদিন ধরেই ঝামেলা চলছিল রাজ্যপাল আর এন রবির (Governor R N Ravi)। এবার রাজ্যপালকে (Governor R N Ravi) সরাতে চেয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি দিতে চলেছে সেরাজ্যের শাসক দল ডিএমকে। সমমনোভাবাপন্ন দলগুলিকে এই চিঠিতে স্বাক্ষর করে সমর্থন করার আহ্বান জানিয়েছে ডিএমকে। চিঠিতে শাসক জোটের শরিক দলগুলির স্বাক্ষর করার জন্য বৃহস্পতিবার পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তারপর সেই চিঠি রাষ্ট্রপতি ভবনে পাঠানো হবে। গত রবিবার ৩০ অক্টোবর রাজ্যপালের ভূমিকার বিরোধিতা করে বিবৃতি জারি করে ডিএমকে নেতৃত্বাধীন সেকুলার প্রোগ্রেসিভ অ্যালায়েন্স। ডিএমকে ছাড়াও এই জোটের মধ্যে রয়েছে দ্রাবিড় কাজাগাম, তামিলনাড়ু কংগ্রেস, সিপিআই, সিপিএম এবং এমডিএমকে। বিবৃতিতে বলা হয়েছে, যদি রাজ্যপাল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে সন্তুষ্ট করতে নানা বিবৃতি দিতে থাকেন, তাহলে তাঁকে পদত্যাগ করতে হবে। যৌথ বিবৃতিতে আরও বলা হয়, তিনি অযথা বিতর্ক তৈরি করতেই এই ধরণের বক্তব্য পেশ করছেন কিনা তা পরিষ্কার করতে হবে। এর আগেও রাজ্যের বিভিন্ন বিলে স্বাক্ষর করা নিয়ে রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সংঘাতের আবহ তৈরি হয়। এবার সেই সমস্যার একটি স্থায়ী সমাধান চায় ডিএমকে।

আরও পড়ুন-গুজরাতের ভোট তাই রাজনীতি শুরু বিজেপির, বাংলায় সিএএ হবে না

Latest article