ভয় না দেখিয়ে নিরপেক্ষ তদন্ত করুন : সুপ্রিম কোর্ট

Must read

প্রতিবেদন : ভয়ের বাতাবরণ তৈরি না করে নিরপেক্ষ তদন্ত করুন। সোমবার এক মামলার শুনানিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরকে (ED) এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। সম্প্রতি কংগ্রেস শাসিত ছত্তিশগড়ে ২০০০ কোটি টাকার মদ কেলেঙ্কারির ঘটনা সামনে এসেছে। এই কেলেঙ্কারির ঘটনায় রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের (CM Bhupesh Baghel) নাম জড়ানোর চেষ্টা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সুপ্রিম কোর্টের (Supreme Court) কাছে এই অভিযোগ জানায় ছত্তিশগড় সরকার। ওই অভিযোগের প্রেক্ষিতে সোমবার সুপ্রিম কোর্টের বেঞ্চ ইডিকে কার্যত হুঁশিয়ারির সুরে বলেছে, অযথা ভয়ের বাতাবরণ তৈরি করবেন না। মোদি সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই সিবিআই, ইডির মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, বারে বারে এমনটাই অভিযোগ উঠেছে।

আরও পড়ুন- পুলিশকে মারধর করলে রেয়াত নয়, সাফ জানালেন মুখ্যমন্ত্রী

শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কিসান কাউল এবং এ আমানুল্লাহর বেঞ্চে ছত্তিশগড় সরকারের তরফে আইনজীবী কপিল সিবাল বলেন, রাজ্যের একাধিক আবগারি আধিকারিক এবং তাঁদের আত্মীয়দের গ্রেফতার করার হুমকি দিচ্ছে ইডি। তারা চাইছে এই মদ কেলেঙ্কারির ঘটনায় মুখ্যমন্ত্রী বাঘেলের নাম যুক্ত করতে। ইডি অকারণেই ভয় ও আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে। যে কারণে আবগারি দফতরের কর্মী ও আধিকারিকরা কেউই কাজ করতে চাইছেন না। সিবালের ওই বক্তব্যের প্রক্ষিতে দুই বিচারপতির বেঞ্চ বলে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই ভূমিকা কখনওই গ্রহণযোগ্য নয়। তারা কখনও এ ধরনের ভয় ও আতঙ্কের বাতাবরণ তৈরি করতে পারে না।

তদন্তের কাজে ইডিকে স্বচ্ছ ও নিরপেক্ষ থাকতে হবে। উল্লেখ্য, অবিজেপি শাসিত রাজ্যগুলিতে দেখা গিয়েছে, বিভিন্ন ঘটনার তদন্তে শাসকদলের নেতাদের নাম জড়িয়ে দেওয়ার জন্য ইডি ধৃতদের চাপ দিচ্ছে। পশ্চিমবঙ্গেও একই ঘটনা ঘটেছে। স্কুলে নিয়োগ দুর্নীতির মামলায় এক ধৃতকে দিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জড়ানোর চেষ্টার অভিযোগ উঠেছে।

Latest article