কর্মবিরতির বিরুদ্ধে তৃণমূলের চিকিৎসক পুরপিতার প্রতিবাদ

প্রথম দিন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।

Must read

সংবাদদাতা, বারাসত : আরজি করে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় একজন চিকিৎসক হিসেবে অভিনব প্রতিবাদ করলেন বারাসতের তৃণমূল কাউন্সিলর তথা চিকিৎসক ডাঃ সুমিত কুমার সাহা। ‘এক ধ্বনি এক স্বর জাষ্টিস ফর আরজি কর’, এবার এই প্রতিবাদের ভাষা দেখা গেল চিকিৎসকের প্রেসক্রিপশনে। প্রেসক্রিপশনে এই বক্তব্য লিখে অভিনব প্রতিবাদ করলেন ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডাঃ সুমিত কুমার সাহা। তিনি বলেন, আরজি করে বর্বরোচিত ঘটনার প্রতিবাদের ভাষা ক্রমশ বদলে যাচ্ছে।

আরও পড়ুন-ছিঃ তথাগত ছিঃ

প্রথম দিন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। ফাঁসির দাবি তুলেছেন। আইন পরিবর্তনের কথা বলেছেন, এমনকি মুখ্যমন্ত্রী রাস্তায় হেটে প্রতিবাদও জানিয়েছেন। পরবর্তীকালে আদালতের নির্দেশে ঘটনার তদন্ত ভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই হাতে গিয়েছে। এখন রাজ্যের হাতে কিছু নেই। অথচ এখন চিকিৎসক খুনে দোষীদের শাস্তির বদলে বড় হয়ে উঠছে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি। চলছে চেয়ার নিয়ে টানাটানি। এর থেকেই বোঝা যাচ্ছে দোষীদের শাস্তির দাবিতে রাজনৈতিক রং লাগিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে পরিণত করা হয়েছে। ফলে মুল দাবি হারিয়ে যাচ্ছে। এটা চিকিৎসক হিসেবে আমার কাছে দুঃখজনক। যাকে নৃশংস ভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে তিনি একজন চিকিৎসক। যারা সন্দেহের তালিকায় আছেন তারাও চিকিৎসক। সেখানে দাঁড়িয়ে প্রতিবাদের নামে চিকিৎসকদের কর্মবিরতি ঠিক নয়। অনেক ডাক্তারকেই দেখা যাছে প্রাইভেট প্র্যাকটিস করছেন। অনেকে ছুটি কাটাচ্ছেন। প্রাইভেট হাসপাতাল রমরমিয়ে চলছে অথচ সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা না দিয়ে তারা কর্মবিরতি পালন করছেন। তাঁর মত, এই ঘটনার শাস্তির দাবিতে সার্বিক ও স্বতঃস্ফূর্ত প্রতিবাদ চলুক পাশাপাশি সরকারি চিকিৎসা পরিষেবাও বজায় থাকুক।

Latest article